একনজরে নিমতাকাণ্ড
নিমতার বিজেপি কর্মী গোপাল মজুমদারের বাড়িতে ঢুকে তাঁর ওপর চড়াও হয় দুষ্কৃতীরা।কাঠগড়ায় তৃণমূল। ছেলেকে বাঁচাতে গিয়ে নির্মমভাবে প্রহৃত হয়েছিলেন বৃদ্ধা না। যার করুণ পরিণতি দাঁড়ায় মৃত্যুতে। ঠিক কী ঘটেছিল সেদিন? তারপর সেই পরিস্থিতির সঙ্গে কিভাবে লড়াই করলেন গোপালবাবু ও তাঁর পরিবার? এক নজরে সেই সব ছবি।
#NimtaCase #BengaliNews #LiveNews #BreakingNews #CalcuttaNews