দেশে একদিনে করোনা আক্রান্ত ৫৯ হাজার
দেশের করোনা লেখচিত্র নাগাড়ে উর্ধ্বমুখী। গোটা ভারতজুড়ে ফের আতঙ্কের পরিবেশ তৈরি হচ্ছে। একদিনে আক্রান্তের সংখ্যা ৫৯ হাজার ছাড়াল। যা গত অক্টোবরের পর প্রথমবার। পাশাপাশি মৃত্যুর সংখ্যাও লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সবচেয়ে খারাপ পরিস্থিতি মহারাষ্ট্রের।
#Covid19 #coronaoutbreak #coronavirus #BengaliNews #LiveNews #BreakingNews #CalcuttaNews