Durga Puja: কলকাতার পুজোয় এবার আলোয় ফুটবে অলিম্পিক

চন্দননগর  মানেই  আলোর রোশনাই। সারা বছর উৎসবের মরশুমের অপেক্ষায় থাকেন আলোকশিল্পীরা।  করোনার জেরে গত বছর থেকেই মন্দা যাচ্ছে। তবে হাল ছাড়তে রাজি নন শিল্পীরা। এবার নতুন চমক থাকছে তাঁদের আলোর কারুকাজে। টোকিও অলিম্পিকের আঙিনায় ভারতীয়দের সাফল্যকে এবার পুজোয় আলোর বর্ণমালায় তুলে ধরবেন চন্দননগরের শিল্পীরা। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোয় দেখা যাবে বিশেষ এই আলোকসজ্জা।সরস্বতী, গণেশ পুজো থেকে শুরু করে সব পুজোতেই চন্দনগরের আলো ব্যবহার করা হয়. তবে করোনা অতিমারীর জেরে গত একবছর ধরেই সেইভাবে লাইটের অর্ডার পড়ছেনা।

যারফলে ব্যবসায় একরকমের মন্দা দেখা দিচ্ছে।এবছর কিছুটা স্থিতিশীল হওয়াতে ফের চন্দনগরের আলোকসজ্ঞা ব্যবহারে করা হচ্ছে কলকাতার পুজোতে।  তবে বৈচিত্র‌্যপূর্ণ ও আকর্ষণীয় ঘটনার ভিত্তিতে লাইটিং করলে ভাল বরাত পাওয়ার আশায় বুক বাঁধছেন অন্যরা। শিল্পী বাবু পাল তেমনই একজন। এবার পুজোয় তাঁর থিম টোকিও অলিম্পিক।নীরজ–চানুদের চোখ ধাঁধানো সাফল্যকে আলোর মালায় ফুটিয়ে তুলবেন বাবু পাল। তাঁদের পদক জয়ের নানা মুহূর্তকে তুলে ধরে দেশবাসীকে চমকে দেওয়ার ভাবনা শিল্পীর।

প্রতিবছরই পুজোয় চন্দননগরের আলোয় সাম্প্রতিক ঘটনা উঠে আসে। কোনওবার ক্রিকেটে ভারতের বিশ্বকাপ জয়, কোনওবার আয়লার ভয়াবহ রূপ, কোনওবার আবার ভূমিকম্প। গতবছরের বিষয় ছিল অভিনেতা সুশান্ত সিং রাজপুতের  মৃত্যু। এবার তেমনই ফুটিয়ে তোলা হবে টোকিও অলিম্পিকে ভারতের সোনা–রুপো–ব্রোঞ্জ পদক জয়। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে এবার এই আলোর থিম করা হচ্ছে। তবে এবছরও বাজেট অনেক কম আলোকসজ্জার ক্ষেত্রে। কিন্তু প্রতিবছরের মত এবারেও নানা ঘটনার আলোকসজ্জা দেখা যাবে। 

অলিম্পিকগামী অ্যাথলিটদের প্রধানমন্ত্রীর বার্তা

রবিবার 'মন কি বাত' অনুষ্ঠানে অ্যাথলিটদের উজ্জীবিত করতে দেশের নাগরিকদের বিশেষ দায়িত্ব পালন করতে বলেছেন নরেন্দ্র মোদি। এদিন সদ্য প্রয়াত কিংবদন্তি মিলখা সিং কে নিজের অনুপ্রেরণা আখ্যা দিয়ে টোকিও অলিম্পিকগামী ভারতীয় অ্যাথলিটদের বিশেষ বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। টোকিও অলিম্পিকগামী ভারতীয় অ্যাথলিটদের মনে বল জোগাতে এর আগে শুভেচ্ছাবার্তা সম্বলিত টুইট করেছিলেন নরেন্দ্র মোদী।

মেগা গেমসের ২৬ দিন আগে প্রধানমন্ত্রীর রবিবারের মন কি বাত অনুষ্ঠানে আরও এক উঠে এল অলিম্পিক প্রসঙ্গ। বললেন, অ্যাথলিটদের দীর্ঘ দিনের কঠিন পরিশ্রম স্বার্থক হওয়ার সময় হয়েছে। মোদীর কথায়, ভারতীয় অ্যাথলিটরা কেবল নিজেদের জন্য অলিম্পিকে অংশ নিতে যাচ্ছেন না, তাঁদের সঙ্গে দেশের গর্ব এবং আবেগ জড়িয়ে। সে কথা ভেবেই দেশের অ্যাথলিটদের অলিম্পিকে নিজেদের সেরাটা উজাড় করে দিতে বলেছেন নরেন্দ্র মোদি।