Breaking News: ভূমিকম্পে কেঁপে উঠল তালিবানি আফগানিস্তান

কাবুলঃ তালিবানি দখলে আফগানিস্তান। দিশেহার সে দেশের মানুষ। এরই মধ্যে ভূমিকম্প হল আফগানিস্তানে। আজ বৃহস্পতিবার সেখানকার স্থানীয় সময় সকাল ৯টা ৫২ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.১।


বিস্তারিত আসছে 


ভূমিকম্পে কেঁপে উঠল আলাস্কা

এবার ভয়াবহ  ভূমিকম্পের কবলে আলাস্কা। বৃহস্পতিবার গভীর রাতে হওয়া ওই ভূমিকম্পের রিখটার স্কেলে মাত্রা ছিল ৮.২। এখনও পর্যন্ত কোনও হতাহত কিংবা সম্পত্তির ক্ষতি হওয়ার কথা জানা যায়নি। কিন্তু ভূমিকম্পের ভয়াবহতার কারণে জারি সুনামি সতর্কতা। ‘ন্যাশনাল সুনামি ওয়ার্নিং সেন্টার’-এর তরফে সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ আলাস্কায়।

এছাড়াও প্রশান্ত মহাসাগরীয় উপকূলীয় অঞ্চলে হিনচিনব্রুক থেকে ইউনিমাক পর্যন্ত এলাকাও সতর্কতার আওতায় রয়েছে।সেই সঙ্গে হাওয়াই দ্বীপপুঞ্জ ও মার্কিন যুক্তরাষ্ট্রের অন্তর্গত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলেও সুনামি হওয়ার আশঙ্কা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হয়েছে। প্রাথমিক ভাবে সতর্কতা জারি করা হয়েছিল। সৈকত থেকে দূরে থাকতে বলা হয়েছিল সকলকে। তবে ২ ঘণ্টা পর সেই সতর্কতা তুলে নেওয়া হয়। এরই পাশাপাশি জাপান কিংবা নিউজিল্যান্ডেও সুনামির আশঙ্কা খতিয়ে দেখেছে সংশ্লিষ্ট দেশগুলির আবহওয়া দপ্তর।

ফের ভূমিকম্প, সুনামির আশঙ্কা

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় প্রদেশ মালাকুতে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বুধবার বেলা ১১টা ৪৩ মিনিটে এটি আঘাত হানে। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল মালাকু টেঙ্গাহ জেলার ৬৭ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ুবিদ্যা এবং ভূ-প্রকৌশল সংস্থা বিএমকেজি জানিয়েছে, বুধবার দেশটির মোলাক্কাস দ্বীপপুঞ্জের কাছে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছে। এর প্রভাবে সুনামির শঙ্কা তৈরি হয়েছে বলে সতর্ক করেছে সংস্থাটি। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এক সতর্কবার্তায় ইন্দোনেশিয়ার সমুদ্রতীরবর্তী এলাকার জনগণকে, বিশেষ করে সেরাম দ্বীপের বাসিন্দাদের উঁচু স্থানে আশ্রয় নিতে বলেছে বিএমকেজি।

এদিন ৫ দশমিক ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প ভারত মহাসাগরের মাঝামাঝি আঘাত হেনেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা।