Mirabai Biopic: মীরাবাঈয়ের বায়োপিক

মীরাবাঈ চানু’ এই নামেই বড় পর্দায় আসতে চলেছে টোকিও অলিম্পিক্সের রুপো জয়ী ভারোত্তলক মীরাবাঈ-এর জীবন কাহিনী। ইতিমধ্যেই ছবির কাজ শুরু হয়ে গিয়েছে। মনিপুরের একটি ফিল্ম প্রোডাকশন হাউস ‘মীরাবাঈ চানু’ নামটি রেজিস্ট্রেশনের জন্য ফিল্ম ফোরাম মনিপুরে পাঠিয়ে দিয়েছে। এর আগে নীরজ চোপড়ার বায়োপিক তৈরির কাজ শুরু হওয়ার কথা ছিল। এরমাঝেই মীরবাঈ চানুকে নিয়ে বায়োপিক তৈরির কাজ শুরু হয়েগেল। যদিও ছবির নাম রেজিস্টির মানে হল ফিল্ম তৈরির কাজ শুরু হওয়া। এ বার খুব শীঘ্রই মীরাবাঈ চানুকে নিয়ে নতুন বায়োপিক দেখা যাবে।শুধুমাত্র মনিপুরের স্থানীয় ভাষায় এই ফিল্ম তৈরি হবে না। আন্তর্জাতিক মঞ্চে মীরাবাঈ চানুর গল্প তুলে ধরতে চায় এই প্রোডাকশন হাউস। তাই থাকবে ইংরেজি সাবটাইটেল। ইংরেজি সহ আরও বেশ কয়েকটি আঞ্চলিক ভাষায় দেখা যাবে এই ছবি.এবার সিনেপর্দায় সৌরভ

ভারতীয় ক্রিকেটের মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়ের এবার জীবনচিত্র তৈরী হতে পারে। যদিও এই চরিত্রে অভিনয়ের কথা বলা হয়েছে রিত্তিক রোশনকে। তবে এবার নাম উঠে আসছে রণবীর কাপুরের। ভায়াকম প্রোডাকশন বিশাল বাজেট নিয়ে নামছে সৌরভের বায়োপিক করার জন্য। অভিষেক টেস্টে সেঞ্চুরি থেকে ন্যাটওয়েস্ট জয়ের পর লর্ডসের গ্যালারিতেই জামা খুলে ওড়ানো। এমন একটা সময়ে সৌরভ অধিনায়কের দায়িত্ব নিয়েছিলেন, যখন ভারতীয় ক্রিকেট রীতিমতো টালমাটাল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিল।

সৌরভের হাত ধরে ভারতীয় ক্রিকেটের উত্তরণ। ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা অধিনায়কের বায়োপিক. ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিকে নিয়ে জীবনচিত্র নজর কেড়েছিল। অভিনয় করেছিলেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুত। কপিল দেবের জীবনচিত্রও তৈরি হচ্ছে। অভিনয় করবেন রণবীর সিংহ। মিতালী রাজকে নিয়ে তৈরি হতে চলা জীবনচিত্রে অভিনয় করবেন তাপসী পান্নু। কাজ চলছে ঝুলন গোস্বামীর জীবনচিত্র নিয়েও। সেখানে অভিনয় করার কথা অনুষ্কা শর্মার। তবে এবার জোর জল্পনায় সৌরভের বায়োপিক নিয়ে।

ঝুলন গোস্বামীর চরিত্রে অনুষ্কা

এবার বায়োপিকে তুলে ধরা হবে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়কের ঝুলন গোস্বামীর জীবন। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করবেন অনুষ্কা শর্মা।  করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে এই বছরের শেষেই শুরু হতে পারে বায়োপিকের শ্যুটিং। যদিও মহিলাদের ওয়ান ডে ক্রিকেট ম্যাচের বিশ্বে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন। ২০২০ সালের জানুয়ারিতে ভারতীয় দলের জার্সি গায়ে ইডেন গার্ডেন্স-এ ঝুলনের সঙ্গে দেখা গিয়েছিল বিরাট ঘরণীকে। সেই থেকেই শুরু হয়েছিল জল্পনা। 

আপাতত লন্ডনে বিরাট কোহলি ও ভামিকার সঙ্গেই সময় কাটাচ্ছেন অনুষ্কা। বেশকিছুদিন আগে ইনস্টাগ্রামে নিজের ছবি শেয়ার করে অনুষ্কা লিখেছিলেন, 'যখন মা হওয়ার পর চুল ওঠার সমস্যা আপনাকে একটা ভালো হেয়ারকাট বা তার থেকেও বেশি কিছু দেয়।' সেই সঙ্গে অনুষ্কা উল্লেখ করে দেন হেয়ার স্টাইলিশের নামও। ছবিটিতে তিনি ট্যাগ করেন সোনম কপূরকে। লুকে বদলানোর পাশাপাশি তিনি এই নতুন ছবি নিয়ে বেশ কিছু কোথাও বললেন।এখন দেখার কবে থেকে এই ছবির শ্যুটিং শুরু হতে চলেছে।