Viral Video: গাড়ির তলা থেকে শিশুকে বাঁচালো সাফাইকর্মী, দেখুন সেই ভিডিও

আরেকটু হলেই বড়সড় বিপদ ঘটে যেতে পারত ! প্রায় গাড়ির চাকার তলাতেই এসে গিয়েছিল শিশুটি ৷ কিন্তু সেটা শেষপর্যন্ত হয়নি, একজন সাফাইকর্মীর সৌজন্যেই ৷ বিপদ বুঝে মুহূর্তের মধ্যে শিশুটিকে টেনে কোলে তুলে নেন তিনি ৷ এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই তা ভাইরাল !ই শিশুটির দাদু বাড়ির সদর দরজা ভুল করে খোলা রেখে চলে যান ৷

আর সেই সুযোগেই রাস্তায় বেরিয়ে যায় শিশুটি ৷ আরেকটু হলেই ঘটে যেতে পারত বড়সড় বিপদ ৷ কিন্তু তা হয়নি, শুধুমাত্র ওই জঞ্জাল সাফাইকর্মীর জন্যই ৷ ভিডিওটি দেখার পর ওই সাফাইকর্মীকে কুর্নিশ জানিয়েছেন নেটিজেনরা ৷ট্যুইটারে রেক্স চ্যাপম্যান  নামের একজন ব্যক্তি এই ভিডিওটি শেয়ার করেছেন ৷

সেখানে দেখা যায়, নিজের বাড়ি থেকে বেরিয়ে ছুটে রাস্তা পার হতে গিয়েছিল শিশুটি ৷ তার ডান দিকে স্যানিটাইজেশনের গাড়ি দাঁড়িয়ে থাকায় ওদিক থেকে ছুটে আসা গাড়িটিকে সে দেখতে পায়নি ৷ রাস্তা ফাঁকা ভেবে ছুটেই পার হতে গিয়েছিল শিশুটি  বিপদ বুঝতে পেরে, মুহূর্তের মধ্যে তাকে কোলে তুলে নেন ওই সাফাইকর্মী ৷ ঘটনাটি ব্রাজিলের রোলান্ডিয়ার  বলে জানা গিয়েছে ৷


সাতসকালে বিদ্যাসাগর সেতুতে দুর্ঘটনা, মৃত বাইক চালক

কলকাতাঃ সাতসকালে দ্বিতীয় হুগলি সেতুর উপর দুর্ঘটনা। বাসের ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক বাইক আরোহীর। আহত বেশ কয়েকজন। আটক বাস ও বাসচালক। 

জানা গিয়েছে, এদিন সকালে হাওড়ার সাঁকরাইল থেকে দ্বিতীয় হুগলি সেতু হয়ে  নিউটাউনের দিকে আসছিল একটি যাত্রীবোঝাই বাস। সেই সময় একটি চলন্ত বাইককে সজোরে ধাক্কা দেয় ওই বাসটি। দুর্ঘটনার কবলে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক চালকের। ফলে দ্বিতীয় হুগলি সেতুতে যানজট দেখা দেয়। 

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হেস্টিংস ও মন্দিরতলা থানার পুলিশ। তারাই দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এরপর পুলিশের তৎপরতায় ট্রাফিক স্বাভাবিক হয়।

সাত সকালে কীভাবে দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।