Sports: টি ২০ বিশ্বকাপে ভারতের মেন্টর ধোনি

মাহেন্দ্র সিং ধোনি, যতদিন অধিনায়ক ছিলেন ততদিন তাঁকে ক্যাপ্টেন কূল বলা হতো । ঠান্ডা মাথায় কি ভাবে দল পরিচালনা করতে হয় তার মস্ত উদাহরণ ধোনি । ধোনির আমলে ভারত কখনও হারেনি এমন নয় কিন্তু দলের একটা ভারসাম্য ছিল । ধোনি রাঁচির ক্রিকেটার হওয়াতে মুম্বাই বা দিল্লি লবির রাজনীতি ভারতীয় ক্রিকেটে আসে নি । বিরাট নিঃসন্দেহে ভালো ক্রিকেটার এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো একটা লড়াকু শরীরী ভাষা আছে কিন্তু ইদানিং একদম ফর্মে নেই । তার সাথে দল নির্বাচনের ক্ষেত্রে তিনি এবং রবি শাস্ত্রী বেশকিছু বিতর্কের সৃষ্টি হয়েছে । দল থেকে ব্যাড পড়েছেন দেশের সেরা স্পিনার অশ্বিন । মাঠেই বিতণ্ডায় জড়িয়ে পড়ছেন কোহলি এবং রোহিত শর্মা । বারম্বার প্রাক্তন ক্রিকেটাররা ভারতীয় দলের সমালোচনায় মুখর হচ্ছেন ।

এরপরই পট পরিবর্তন হতে থাকে । এমনিতেই কোচ রবি শাস্ত্রীর পালা শেষ হয়ে এসেছে । নতুন কোচের খোঁজ করা হচ্ছে । কিন্তু আসন্ন টি ২০ বিশ্বকাপে রবি, কোহলির জুটিই থাকছে । এরই মাঝে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহের সাথে কথা হয় মাহেন্দ্র সিং ধোনির । জয় ধোনিকে দলের মেন্টর হতে অনুরোধ করেন এবং দীর্ঘ আলোচনার পর ধোনি রাজি হন । এরফলে আগামী বিশ্বকাপে ধোনি "সুপার কোচ" হতে চলেছেন । রবি শাস্ত্রীর চাপ বাড়লো বলাই বাহুল্য ।  তার সাথে কোহলির একাধিপত্যের উপরও নজরদারি বাড়লো বলেই ধারণা ক্রীড়া মহলের । 


টি ২০ বিশ্বকাপ হবে না ভারতে

ফের সম্মানের প্রশ্নে ভারতীয় প্রশাসন | করোনা ভাইরাস এসেছিলো বিদেশ থেকে | চীন, ইউরোপ, আমেরিকা ঘুরে অবশেষে এসেছিলো ভারতে | সমস্যা হচ্ছে ভারতের প্রস্তুতিই ছিল না প্রথম এবং দ্বিতীয় ঢেউয়ের ক্ষেত্রে | আজও বিশ্বের সর্বত্র করোনা আবহ আছে কিন্তু যত দোষ ভারতের উপরই | এর অন্যতম কারণ ভ্যাকসিনের প্রতুলতা এবং জনগোষ্ঠী | ভারতে আই এস এল ফুটবল হয়েছে গোয়াতে এবং জনশূন্য মাঠে |

আইপিএল মাঝ পথেই বন্ধ হয়ে গিয়েছে কারণ সংক্রামিত হয়েছেন অনেক ক্রিকেটার \ এবারে বাতিল হয়ে গেলো টি২০ বিশ্বকাপ | বিশ্ব ক্রিকেট সংস্থা ভারত থেকে খেলা সরিয়ে নিয়ে যাচ্ছে মধ্যে প্রাচ্য বা দুবাই, শারজা ইত্যাদি শহরে | এই বিষয়ে পরিষ্কার বার্তা এসেছে বিসিসিএল প্রধান সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছে | অক্টোবরের পর শুরু হচ্ছে বিশ্বকাপ |