Durga Puja : তালিবানি সন্ত্রাসে ঘরছাড়া মানুষদের দৃশ্য ফোটাবে এবার নাকতলা উদয়ন সংঘ

 ২৫ বছর  পর আবারও তালিবানি তাণ্ডবে  রক্তাক্ত আফগানিস্তান। জঙ্গিদের বন্দুকের নলের চোখরাঙানি থেকে রক্ষা পেতে ভয়ে-আতঙ্কে ঘরছাড়া বহু মানুষ। কোথায় যাবে, কী করবে, কিছুই জানা নেই। শুধু প্রাণ বাঁচানোর তাগিদেই অন্ধকার অজানা ভবিষ্যতের পথে হেঁটে চলা। ছোটবেলার স্মৃতি, আপনজনের স্নেহ, নদী-মাঠ, ঘাসফুল, দোলনা- সবকিছু পিছনে ফেলে অনিশ্চিয়তার পথে পা বাড়ানো। রাগ, অভিমান, ভালবাসা, আনন্দ কুলুঙ্গিতে তুলে রেখে ভিনদেশে শূন্য থেকে শুরু করা। এ বছর পুজোয় এই যন্ত্রণার কাহিনিই ফুটিয়ে তুলবে নাকতলা উদয়ন সংঘ।

দক্ষিণ কলকাতার  অতি পরিচিত, অতি জনপ্রিয় পুজোর এবারের থিম ‘চল্ চিত্র’। আরও খোলসা করে বললে, মুলুক বদলে ভিনদেশে পাড়ি দেওয়া মানুষদের চলমান ছবিই এবার নাকতলায় ফুটিয়ে তুলবেন শিল্পী প্রদীপ দাস। তবে শুধু তো বর্তমান আফগানিস্তানের পরিস্থিতি নয়, যুগযুগান্ত ধরে এ যন্ত্রণার সাক্ষী বিশ্ব। ইতিহাসের পাতায় এমন বহু উদাহরণ রয়েছে।

সাতচল্লিশের দেশভাগ হোক কিংবা একাত্তরের বিধ্বস্ত বাংলাদেশ- সর্বত্রই ভিটে-মাটি ছাড়ার হাহাকার। তালিবানি সন্ত্রাসের ঘটনা কিন্তু খানিকটা উসকে দিয়েছে। এদিকে শিল্পী প্রদীপ দাস বলছিলেন, ”সময়ের সঙ্গে সঙ্গে হয়তো ওপর ওপর সবটা সয়ে যায়। কিন্তু নিজের দেশত্যাগের ঘা অন্তরের অন্তঃস্থলে যেন চিরকাল দগদগে হয়ে থাকে।” এবার পুজোয়  তাদের কথাই মনে করাবেন শিল্পী। তাঁর সৃষ্টিশীল এই ভাবনা পূর্ণতা পাবে প্রবাদপ্রতিম শিল্পী ভবতোষ সুতারের তৈরি প্রতিমাতে। পরিযায়ীদের গুটিয়ে যাওয়া মনের কথা শুনবেন দেবী দুর্গা।