Mirabai Biopic: মীরাবাঈয়ের বায়োপিক

মীরাবাঈ চানু’ এই নামেই বড় পর্দায় আসতে চলেছে টোকিও অলিম্পিক্সের রুপো জয়ী ভারোত্তলক মীরাবাঈ-এর জীবন কাহিনী। ইতিমধ্যেই ছবির কাজ শুরু হয়ে গিয়েছে। মনিপুরের একটি ফিল্ম প্রোডাকশন হাউস ‘মীরাবাঈ চানু’ নামটি রেজিস্ট্রেশনের জন্য ফিল্ম ফোরাম মনিপুরে পাঠিয়ে দিয়েছে। এর আগে নীরজ চোপড়ার বায়োপিক তৈরির কাজ শুরু হওয়ার কথা ছিল। এরমাঝেই মীরবাঈ চানুকে নিয়ে বায়োপিক তৈরির কাজ শুরু হয়েগেল। যদিও ছবির নাম রেজিস্টির মানে হল ফিল্ম তৈরির কাজ শুরু হওয়া। এ বার খুব শীঘ্রই মীরাবাঈ চানুকে নিয়ে নতুন বায়োপিক দেখা যাবে।শুধুমাত্র মনিপুরের স্থানীয় ভাষায় এই ফিল্ম তৈরি হবে না। আন্তর্জাতিক মঞ্চে মীরাবাঈ চানুর গল্প তুলে ধরতে চায় এই প্রোডাকশন হাউস। তাই থাকবে ইংরেজি সাবটাইটেল। ইংরেজি সহ আরও বেশ কয়েকটি আঞ্চলিক ভাষায় দেখা যাবে এই ছবি.Olympics:ঋতুস্রাবের যন্ত্রণা নিয়ে পদক জয় চানুর

নয়াদিল্লিঃ অলিম্পিক্সে নামার আগে সব থেকে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন মীরাবাঈ চানু। তাঁর পদক জয়ের আগের দিন হঠাৎ করেই ঋতুস্রাবের যন্ত্রণা শুরু হয় চানুর। সেই যন্ত্রণা নিয়েই রুপো জিতেন মীরাবাঈ। দেশে ফিরে নিজেই জানালেন তিনি। 

চানু জানান, ‘প্রচণ্ড চিন্তায় ছিলাম। বুঝতেই পারছিলাম না কিছু। আমার পদক জয়ের আগের রাতেই এমন হল। সেই সময় শরীর অন্য ভাবে কাজ করতে শুরু করে। স্বাভাবিক ছন্দ হারিয়ে যায়। সেই নিয়ে চিন্তা পড়ে যাই। কিন্তু আমি নিজের লক্ষ্যে অবিচল ছিলাম। খেলার মাঝে এমন হতেই পারে। আমরা অভ্যস্ত।’

আরও পড়ুনঃ  রুপোজয়ী চানু পেয়ে যেতে পারেন সোনার পদক!

অলিম্পিক্সে রুপো জয়ের পর ভারতে ফিরেতেই চানুকে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে নিয়োগ করল মণিপুর সরকার। মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, রাজ্য সরকার চানুকে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রীড়া) পদে নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া তাকে এক কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। 

এবার টোকিও অলিম্পিকে প্রথম ভারতীয় হিসেবে পদক পেয়েছেন মীরাবাই চানু। ভারোত্তলনে ভারতের একমাত্র প্রতিনিধি ছিলেন তিনিই। ২০১৭ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৪৮ কেজি বিভাগে সোনা জিতে নজর কেড়েছিলেন মণিপুরের ভারোত্তলক।

গতবছর এশিয়ান চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক পান তিনি। তার আগে ২০১৪ কমনওয়েল্থ গেমসে রুপো এবং ২০১৮ কমনওয়েলথে সোনা জিতে দেশের মুখ উজ্জ্বল করেছিলেন মীরাবাই।

টোকিও অলিম্পিকে রুপো জিতলেন মীরাবাই চানু

এবার টোকিও অলিম্পিকে প্রথম ভারতীয় পদক পেলেন মীরাবাই চানু। ভারোত্তলনে ভারতের একমাত্র প্রতিনিধি ছিলেন তিনিই। টোকিও অলিম্পিক্সে পদকের খাথা খুলতে তাঁর দিকেই তাকিয়ে ছিল সারা দেশ। হতাশ করলেন না চানু। দেশবাসীর প্রত্যাশা পূরণ করে টোকিও অলিম্পিক্স থেকে ভারতকে প্রথম পদক এনে দিলেন তিনি। মহিলাদের ৪৯ কেজি বিভাগে রুপো জিতলেন মীরাবাঈ। ম্যাচে প্রথম প্রচেষ্টায় ৮৪ ও দ্বিতীয় প্রচেষ্টায় তিনি ৮৭ কেজি ভরোত্তলন করেন তিনি। তৃতীয় প্রচেষ্টায় ৮৯ কেজির জন্য ঝাঁপিয়েছিলেন। যদিও সফল হননি। যদিও করোনা অতিমারিতে এই মীরাবাই অনেকটা ধাক্কা খেয়েছিলেন। কিন্তু এই টোকিও অলিম্পিকে চানুর একেবারের  বাজিমাত।