
গুজরাতে বিশ্বের সবচেয়ে বড় চিড়িয়াখানা বানাচ্ছে আম্বানি গোষ্ঠী
গুজরাতের জামনগরে বিশ্বের সবচেয়ে বড় চিড়িয়াখানা এবং পশুপাখিদের একটি পুনর্বাসন কেন্দ্র গড়ছেন আম্বানি গোষ্ঠী। তাঁদের দাবি, এটিই হতে চলেছে বিশ্বের সবচেয়ে বড় চিড়িয়াখানা। যেখানে থাকবে কোমোডো ড্রাগন থেকে শুরু করে বিরল চিতা, আফ্রিকার সিংহ কিংবা ভিন প্রজাতির পাখির বৃহত্তম সম্ভার। রিলায়েন্স সংস্থার কর্পোরেট বিষয়ক প্রধান পরিমল নাথবনি জানিয়েছেন, গুজরাতে মুকেশ আম্বানির রিলায়েন্স, বিশ্বের সবথেকে বড় চিড়িয়াখানা বানাবে। এবং এটি তৈরির কাজ শেষ হবে ২০২৩ সালের মধ্যে। তিনি জানিয়েছেন, গুজরাতের জামনগর সমুদ্র উপকূলের কাছে এই চিড়িয়াখানাটি তৈরী হতে চলেছে ২৮০ একর জমির উপর। তবে কত খরচ হতে পারে এই প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন সংস্থার মুখপাত্র। তবে বিশ্বের প্রায় সমস্ত জন্তু, পাখি, সরীসৃপ থাকবে এই চিড়িয়াখানায়। একটি বিষয়ে জোর দেওয়া হয়েছে যে, অন্যান্য শহরে চিড়িয়াখানা শহরের আকর্ষণ বাড়ায় কিন্তু জামনগরের এই জু গার্ডেনটি দেখবার জন্যই দেশ তথা বিশ্বের নানান প্রান্ত থেকে মানুষ এই দেশের দ্রষ্টব্য স্থান হিসাবেই ভিড় জমাবেন। শোনা গেলো মুকেশের ছোট ছেলে অনন্ত আম্বানির ইচ্ছাতেই এই প্রজেক্ট। এবং এটির দায়িত্বে থাকবেন অনন্ত নিজেই। কিন্তু হঠাৎ এই ব্যবসা কেন? জানা গিয়েছে ইন্দোরনেশিয়ার এক বড় শিল্পপতি চিড়িয়াখানা খুলে কোটি কোটি ডলার লাভ করছেন। এমনকি ওই দেশের বাণিজ্যের শীর্ষে উঠে এসেছেন। এবার সেই লক্ষ্যেই নামছেন মুকেশ আম্বানি। তাঁদের চিড়িয়াখানার নাম হতে চলেছে, ‘গ্রিনস জুলজিকাল রেসকিউ অ্যান্ড রিহেবিলেশন কিংডম’। আর এখানে থাকবে ফ্রগ হাউস, ড্রাগন আইল্যান্ড, ল্যান্ড অব রোডেন্ট, অ্যাকোয়াটিক কিংডোম সহ একাধিক বিভাগ। একেকটি বিভাগের জন্য বিশ্বের নানা প্রান্ত থেকে আনা হবে বিরল প্রজাতির পশুপাখি।