olympics: রুপোজয়ী চানু পেয়ে যেতে পারেন সোনার পদক!

টোকিও অলিম্পিক্স থেকে ভারতকে প্রথম পদক এনে দিলেন মীরাবাঈ চানু। ভারোত্তোলনে ৪৯ কেজি বিভাগে রুপো জিতেছেন তিনি। কিন্তু তাঁর রুপোর পদক এবার বদলে যেতে পারে সোনায়!


ভারোত্তোলনে এবার সোনা জিতেছেন চিনের ভারত্তোলক হাউ ঝিহুই। তিনি তার পদক হারাতে পারেন। কারণ ডোপ পরীক্ষা করার জন্য তাঁকে টোকিও ছাড়তে বারণ করেছে অ্যান্টি ডোপিং সংস্থা। 

আজ সোনাজয়ী হাউয়ের ডোপ পরীক্ষা হবে। সেই ডোপ পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারলে, হাউয়ের সোনা বাতিল হবে, আর নিয়ম অনুযায়ী এই বিভাগে রুপো জয়ী ভারতের মীরবাঈ চানু জিতে যেতে পারেন সোনা। 


এবার টোকিও অলিম্পিকে প্রথম ভারতীয় হিসেবে পদক পেয়েছেন মীরাবাই চানু। ভারোত্তলনে ভারতের একমাত্র প্রতিনিধি ছিলেন তিনিই। ২০১৭ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৪৮ কেজি বিভাগে সোনা জিতে নজর কেড়েছিলেন মণিপুরের ভারোত্তলক।

গতবছর এশিয়ান চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক পান তিনি। তার আগে ২০১৪ কমনওয়েল্থ গেমসে রুপো এবং ২০১৮ কমনওয়েলথে সোনা জিতে দেশের মুখ উজ্জ্বল করেছিলেন মীরাবাই।