
নির্বাচনের ৭২ ঘন্টা আগে থেকে বাইক মিছিল নয়, কড়া সিদ্ধান্ত কমিশনের
আগামী ২৭ মার্চ প্রথম দফার নির্বাচন। তার আগেই রাজ্যে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। অপরদিকে হাতে আর মাত্র পাঁচদিন। ফলে সমস্ত রাজনৈতিক দলই নির্বাচনী প্রচার চালাচ্ছে জোর কদমে। এর মধ্যেই ফের কড়া নির্দেশ জারি করল নির্বাচন কমিশন। এবারের নির্বাচন যে কড়া হাতেই পরিচালনা করবে সেটা আগেই বুঝিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। সোমবার এক বিজ্ঞপ্তি জারি করে কমিশন জানিয়ে দিল নির্বাচনের ৭২ ঘন্টা আগে থেকে বাইক মিছিল করা যাবে না। ফলে চাপে পড়ে গেল রাজনৈতিক দলগুলি।
কমিশন ওই নির্দেশিকায় জানিয়েছে, নির্বাচন কমিশনের নজরে এসেছে যে, কোনও কোনও জায়গায় মোটরবাইকে করে সমাজবিরোধীরা ঘুরে বেড়াচ্ছে। আর তারা ভোটারদের ভয় দেখাচ্ছে। নির্বাচনের আগে এবং নির্বাচনের দিন এই কাজ করা হচ্ছে। তাই নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে, নির্বাচনের ৭২ ঘন্টা আগে সংশ্লিষ্ট কেন্দ্রে মোটরবাইক মিছিলের অনুমোদন দেওয়া যাবে না। এমনকী নির্বাচনের দিনও অনুমতি দেওয়া হবে না মোটরবাইক র্যালির। প্রসঙ্গত রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে শীঘ্রই আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। তার আগেই এই নজিরবিহীন সিদ্ধান্ত যথেষ্ঠই চাপে ফেলল রাজনৈতিক দলগুলিকে। যদিও বিরোধীরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।