
দুই শিবিরের প্রচারে , মহাগুরু ও পাগলু
ভোট প্রচারে বৃহস্পতিবার অর্থাৎ আজ দুই শিবিরে দুই যুযুধান।একদিকে বিজেপি দলের হয়ে প্রচারে মহাগুরু অর্থাৎ মিঠুন চক্রবর্তী।অন্যদিকে পাগলু অর্থাৎ দেব. যদিও দেব আগেই যুদ্ধক্ষেত্রে নেমে পড়েছে। বাংলা টেলিভিশনের রিয়্যালিটি শোয়ে দুজনকে বিচারকের আসনে দেখা যায় । একসঙ্গে শ্যুট করেন। ঠাট্টাতামাশাও হয়। খানিক গল্পগুজবও। কিন্তু জীবনের ‘রিয়্যালিটি’ তার চেয়ে অনেক বেশি শক্ত । ধুলোবালিতে মাখা। বাতানুকূল স্টুডিওর মিঠে হাওয়া থেকে বেরিয়ে বাস্তবের রঙ্গমঞ্চে ঘামে জবজবে পরিধেয়। যে রঙ্গমঞ্চে একে অপরের বিরুদ্ধে যুযুধান। দেব অধিকারী এখন ‘দিদির সৈনিক’। আর মিঠুন চক্রবর্তী ‘মোদীর তারকা সেনাপতি’। বৃহস্পতিবার অর্থাৎ আজ মোট ৪ টি রোড শো করবেন মিঠুন চক্রবর্তী।অন্যদিকে পূর্ব মেদিনীপুরে পটাশপুরে প্রচারে দেব । শুভেন্দু অধিকারীর গড়ে তাঁর বিরুদ্ধে প্রচারে নামলেন দীপক অধিকারী। তবে এই প্রথমবার বাংলার ভোটমঞ্চে প্রকাষৰে একইদিনে দুজন।মিঠুন ও দেব। লড়াই একেবারে জোরদার শুরু। এটাই বলা যায় বাস্তবের রিয়ালিটি শো।