২০ এপ্রিল, ২০২৪

Malay: 'একজন মন্ত্রীর বাড়ি এমন হতে পারে...!', মলয় ঘটকের বাড়ি দেখে তাজ্জব সিবিআই
CN Webdesk      শেষ আপডেট: 2022-09-07 18:47:45   Share:   

একজন মন্ত্রীর বাড়ি এমন হতে পারে ধারণাই ছিল না। মন্ত্রী মলয় ঘটকের (Minister Malay Ghatak) বাড়িতে অভিযান চলাকালীন তাঁর স্ত্রীকে এই মন্তব্য করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা (CBI)। এদিন প্রায় ৪ ঘণ্টা মন্ত্রীর একাধিক বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। দুপুরের কিছু পর মলয় ঘটকের আসানসোলের বাড়ি থেকে বেড়িয়ে যান তাঁরা। তারপরেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন মলয় ঘটকের স্ত্রী। সে সময় তিনি বলেন, 'ওরাও সহযোগিতা করেছে, আমিও করেছি। এত সুন্দর ব্যবহার কী বলবো। অভিযান চলার সময়ে আমাকে ওরা বলেন এটা মন্ত্রীর বাড়ি হতে পারে ধারণাই ছিল না। এতদিন অনেক বাড়ি দেখেছি। কিন্তু এটা যেন পুরো উলটো।'

মন্ত্রীর স্ত্রী আরও জানান, জামাকাপড় বের করার জন্য ওরা আমারই সাহায্য নেয়। আলমারি ভাঙার যে প্রসঙ্গ, সেটা আমিই চাবিওয়ালাকে ডাকি। কারণ ওই আলমারির চাবি হারিয়ে ফেলেছিলাম। ফলস সিলিংয়ে বাড়ির ভাঙা জিনিসপত্র ছিল। সেগুলো দেখে আমাকে পরামর্শ দিয়ে যায় এসব বাড়িতে রাখবেন না। ওরা অভিযান খুব সময়ের জন্যই চালায়। বাকি সময় কাগজপত্রে লেখালেখি করছিলেন। সেভাবে বাড়ি থেকে কিছু বাজেয়াপ্ত করে নিয়ে যায়নি সিবিআই। এদিন সংবাদ মাধ্যমকে জানান মলয় ঘটকের স্ত্রী।

এদিকে, সিবিআই চলে যাওয়ার পর বাড়ি থেকে বেরোন মন্ত্রী মলয় ঘটক। সেই সময় উপস্থিত সংবাদ মাধ্যমকে তিনি বলেন, 'বিচারাধীন বিষয়ে কোনও মন্তব্যই করব না।' 


Follow us on :