১৯ এপ্রিল, ২০২৪

Weather: বঙ্গে আর কতদিন জাঁকিয়ে শীত? জানিয়ে দিল মৌসম ভবন
CN Webdesk      শেষ আপডেট: 2023-01-09 10:00:20   Share:   

পৌষের শেষে এসে জাঁকিয়ে শীত (Winter) পেল কলকাতাবাসী (Kolkata)। জেলাগুলিতে তাপমাত্রার (Temperature) পারদ আরও নিচে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টা উত্তর ও দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া (Weather) বজায় থাকবে। রাতে তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না। আগামী পাঁচদিন বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। তবে সকলের মনে এখন একটাই প্রশ্ন, কতদিন থাকবে এমন কনকনে ঠান্ডা? সেই উত্তরও দিল হাওয়া অফিস।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী তিনদিন রাত ও দিনের তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না। তারপর থেকে ধীরে ধীরে তাপমাত্রা হালকা বাড়বে দক্ষিণবঙ্গে। আগামী দু'দিন  উত্তরবঙ্গে সকালের দিকে ঘন কুয়াশাছন্ন পরিবেশ থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আরও জানা গিয়েছে, দিনের তাপমাত্রা সামান্য কম থাকবে উত্তরবঙ্গে। কলকাতায় তাপমাত্রা সর্বোচ্চ ২২ ডিগ্রি এবং সর্বনিম্ন ১২ ডিগ্রির আশেপাশেই ঘোরাঘুরি করবে। কলকাতার তাপমাত্রায় খুব একটা ফারাক লক্ষ্য করা যাবে না। তবে আবহাওয়া সামান্য বাড়বে আগামী ১২ তারিখ থেকে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। 


Follow us on :