করোনায় উদ্বেগ বাড়াচ্ছে কলকাতা এবং উত্তর ২৪ পরগনা। শুক্রবার সন্ধ্যায় স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে এই মারণ ভাইরাসে মৃত্যু হয়েছে ২৮ জনের। উদ্বেগজনক বিষয় হল, এর মধ্যে কলকাতা এবং উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে যথাক্রমে ৭ এবং ৮ জনের। উত্তর ২৪ পরগনায় আক্রান্ত ৪,০১৮ জন। অর্থাৎ গোটা রাজ্যে মৃত্যুর যে সংখ্যা, তার অর্ধেকেরও বেশি শুধু এই দুটি রাজ্যে। এটাই উদ্বেগ বাড়াচ্ছে। কারণ, বিশেষজ্ঞরা বলছেন, কলকাতায় কাজেকর্মে মানুষকে আসতেই হয়। একইভাবে গুরুত্বের বিচারে কলকাতার পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। ফলে এই দুটি জায়গায় সংক্রমণ বৃদ্ধি পাওয়ার অর্থ তা রাজ্যের অন্যত্রও ছড়িয়ে পড়া। যেখানে রাশ টানতে না পারলে সামনে সমূহ বিপদ।
আশপাশের আরও তিনটি গুরুত্বপূর্ণ জেলা হল হাওড়া, হুগলি এবং দক্ষিণ ২৪ পরগনা। এখানে মৃত্যুর সংখ্যা হয়তো কলকাতা বা উত্তর ২৪ পরগনার থেকে কম, কিন্তু গোটা রাজ্যের বিচারে চিন্তারই। ওই বুলেটিন অনুযায়ী, এই তিনটি জেলায় মৃত্যুসংখ্যা যথাক্রমে ৩, ২ এবং ২ জন। গোটা রাজ্যে যে মোট ২৮ জনের মৃত্যু হয়েছে, তার মধ্যে শুধুমাত্র কলকাতা এবং লাগোয়া চারটি জেলা মিলিয়ে মৃত্যুসংখ্যা দাঁড়াল ২২ জন।
এই কটি জেলায় আক্রান্তের সংখ্যাও স্বাভাবিকভাবে বেশিই। যেমন কলকাতায় আক্রান্ত ৬৮৬৭, উত্তর ২৪ পরগনায় ৪০১৮, হাওড়ায় ১২২৩, হুগলিতে ১৩৯৪ এবং দক্ষিণ ২৪ পরগনায় ১৫৩৩ জন।
রাজ্যে ২৪ ঘণ্টায় মোট আক্রান্তের সংখ্যা বুলেটিন অনুযায়ী ২২ হাজার ৬৪৫ জন। সেখানে পাঁচটি জেলা মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়াচ্ছে ১৫ হাজারেরও বেশি।
রাজ্যে গত কদিনে পরীক্ষার সংখ্যা বেশ লক্ষণীয় বেড়ে গেছে। যেমন শুক্রবারের বুলেটিন অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় পরীক্ষা হয়েছে ৭২ হাজার ৭২৫ জনের। পজিটিভিটি হারও কমার কোনও লক্ষণ নেই। এদিন তা ছিল ৩১.১৪ শতাংশ।
উল্লেখ্য, কিছুদিন আগেও এই হার ছিল ২ শতাংশের আশপাশে। তারপর যে ধাপে ধাপে বাড়তে শুরু করেছে, আর কমার কোনও আশা দেখা যাচ্ছে না।