পকসো আইন অনুযায়ী এখন থেকে রাজ্যের কোনও সরকারি হাসপাতালে নির্যাতিতার নাম লেখা যাবে না। কোনও মেডিক্যাল অফিসার নাবালিকার নাম জিজ্ঞেস করতে পারবেন না বা কোন ডকুমেন্টে সেই নাম লিখতে পারবেন না। সর্বত্র লিখতে হবে 'ভিকটিম'। মেডিকেল রিপোর্টেও উল্লেখ করতে হবে 'ভিকটিম' শব্দ।
এমনকি ফরেনসিক বিশেষজ্ঞরা তাঁদের রিপোর্টে নাবালিকার নাম উল্লেখ করতে পারবে না। রাজ্যের স্বাস্থ্য দফতর সূত্রে এই নির্দেশিকা জারি করা হয়েছে। রাজ্যের প্রতি জেলার স্বাস্থ্য অধিকর্তা এবং মেডিক্যাল কলেজের সুপারদের এই মর্মে নির্দেশিকা পাঠানো হয়েছে।
ওই নির্দেশিকায় বলা, হাইকোর্টের এক রায়ের প্রেক্ষিতে স্বাস্থ্য দফতরের এই সিদ্ধান্ত। পকসো আইনের ৩৩(৭) ধারা উল্লেখ করেই এই নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য ভবন। তদন্ত বা মামলার শুনানি চালাকালীন নির্যাতিতার পরিচয় যাতে গোপন থাকে, সেবিষয়ে নির্দেশ দেওয়া রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ যাতে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের এই নির্দেশিকা সম্পর্কে অবগত করেন, তাও উল্লেখ রয়েছে স্বাস্থ্যঅধিকর্তা এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার জারি করা এই নির্দেশিকায়।