২৯ মার্চ, ২০২৪

Blast: মিনাখাঁর পর কুলপি, প্লাস্টিক মোড়া বোমাকে বল ভেবে খেলতে গিয়ে জখম দুই নাবালক
CN Webdesk      শেষ আপডেট: 2022-11-17 13:52:11   Share:   

মিনাখাঁয় নয় বছরের শিশুকন্যার মৃত্যুর পর এবার কুলপি। বোমা বিস্ফোরণে আহত এবার (injured) দুই নাবালক। ঘটনাটি কুলপি (Kulpi) থানার ছামনামনি এলাকার। পঞ্চায়েত ভোটের আগেই একের পর এক বোমা (bomb) বিস্ফোরণের ঘটনায় রাজ্যজুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে, ক্ষোভ জমছে স্থানীয়দের মনেও।

ছামনামনি এলাকার একটা পোল দিয়ে রায়দিঘি, কোম্পানিরঠেক, ঘোড়াদল এলাকার মানুষ যাতায়াত করেন। সেখানেই বসেছিল চার নাবালক। এরপর হঠাত্ই বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। স্থানীয়রা বিকট শব্দের উৎস খুঁজে ছুটে এসে দেখেন দু'জন নাবালক জখম হয়েছে। প্রথমে তাদের নিয়ে যাওয়া হয় কুলপি গ্রামীণ হাসপাতালে (hospital)। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ছেড়েও দেওয়া হয় তাদের। ঘটনাস্থলে ইতিমধ্যেই কুলপি থানার পুলিস (police) মোতায়েন রয়েছে। তবে এই ঘটনায় আতঙ্কিত এলাকাবসী। নিরাপত্তা নিয়েও উঠছে প্রশ্ন। ঘটনার পর থেকেই থমথমে এলাকা।

জানা যায়, ওই পোলের তলায় প্লাস্টিকে মোড়া অবস্থায় গোলাকার কিছু পড়ে থাকতে দেখে ৩ নাবালক। পরে প্লাস্টিকের মোড়া সেই বোমাকে তুলে এনে বল ভেবে ছুড়ে ফেলতেই বিস্ফোরণ। ঘটনায় আহত ওই দু'জন। অন্যদিকে, বোমা উদ্ধারের ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে কুলপি থানার পুলিস। পাশাপাশি এলাকা থেকে ৫টি তাজা বোমা ও একটি লোডেড আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিস।


Follow us on :