২০ এপ্রিল, ২০২৪

Elephant: কলাইকুণ্ডার জঙ্গলে দুই দাঁতালের লড়াই, দর্শকের ভূমিকায় কে জানেন?
CN Webdesk      শেষ আপডেট: 2022-12-11 15:41:51   Share:   

প্রায়ই হাতির তাণ্ডব (Elephant Attack) তটস্থ উত্তর এবং দক্ষিণবঙ্গের একাধিক ব্লকের মানুষ। কিন্তু এবার নিজেদের মধ্যেই দক্ষ যজ্ঞ বাঁধালো দুই দাঁতাল। ঘটনাস্থল পশ্চিম মেদিনীপুরের (West Midnapur) কলাইকুণ্ডা রেঞ্জ। এক ভাইরাল ভিডিওয় (Viral Video) দেখা গিয়েছে, দুটি হাতি একে অপরকে শুঁড়ে জড়িয়ে যুদ্ধে নেমেছে। দুই হাতির মধ্যে কেউ কাউকে এক ইঞ্চি জায়গা ছাড়তে নারাজ। কারণ হেরে গেলেই তো প্রেস্টিজ পানচার। তাই গায়ের জোড়ে চলছে দুই দাঁতালের লড়াই। আর সম্পূর্ণ এই ঘটনা সামনে দাড়িয়ে তামাশা দেখছে মাঝে থাকা এক হাতি। কারণ তিনিই তো প্রতিযোগিতা শুরু করেছেন। তাই সব দেখেও চুপ থাকাটাই স্বাভাবিক। ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের কলাইকুন্ডা রেঞ্জের এই মুহূর্তে বাঁশপতরী জঙ্গলে। আর এই জঙ্গলেই রয়েছে একাধিক হাতি। এলাকাবাসীরা আতঙ্কিত থাকলেও হাতির লড়াই দেখতে ভিড় জমিয়েছেন ছোট থেকে বড় অনেকেই।

এদিকে, সম্প্রতি ঝাড়গ্রাম ডিএফও অফিসের সামনে লোকালয়ে হাতি ঢুকে পড়ায় আতঙ্ক ছড়িয়েছিল এলাকায়। এই ঘটনায় আহত এক ব্যক্তি। এই ঘটনাস্থল থেকে মাত্র এক কিমি দূরে অবস্থিত ঝাড়গ্রাম জেলার ডিএফও অফিস। এত কাছেই হাতির তাণ্ডব, অথচ বন দফতরের কোনও হেলদোল না থাকার অভিযোগ তুলে সরব হয়েছিলেন এলাকাবাসী।


Follow us on :