২৪ এপ্রিল, ২০২৪

BSF: বাগদা সীমান্তে বধূ ধর্ষণে অভিযুক্ত দুই বিএসএফ জওয়ান, ধৃতদের সাসপেন্ড করল সীমান্তরক্ষী বাহিনী
CN Webdesk      শেষ আপডেট: 2022-08-27 11:32:19   Share:   

রক্ষকই ভক্ষক! দুই বিএসএফ (BSF) জওয়ানের হাতে গণধর্ষণ। ঘটনায় লিখিত অভিযোগ দায়ের পর গ্রেফতার (arrest) অভিযুক্তরা। অভিযোগ, বাগদা (bagda) সীমান্তের বিএসএফের ৬৮ নম্বর ব্যাটেলিয়ানের ২ জওয়ানের বিরুদ্ধে। গণধর্ষণের অভিযোগে তাদের শুক্রবার গ্রেফতার করে বাগদা থানা পুলিস (police)।

জানা যায়, বৃহস্পতিবার রাতে উত্তর ২৪ পরগনার বাগদা সীমান্তের জিতপুর বিওপির পাশে চাষ জমিতে পটল ক্ষেতে বসিরহাটের এক যুবতীকে বিএসএফের ৬৮ নম্বর ব্যাটেলিয়ানের এএসআই এসপি চেরো ও জওয়ান আলতাব হোসেন গণধর্ষণ করে। অভিযোগ এই ঘটনার প্রত্যক্ষদর্শী নির্যাতিতার শিশুকন্যা। শুক্রবার নির্যাতিতা বাগদা থানায় অভিযোগ জানালে দুই বিএসএফ জওয়ানকে গ্রেফতার করা হয়েছে।

এরপর শনিবার বাগদা থানার পক্ষ থেকে দুই জওয়ানের মেডিক্যাল টেস্ট করানো হয়। সেই রিপোর্ট পাঠানো হবে আদালতে। তবে সূত্র মারফত জানা গিয়েছে, দুই বিএসএফ জওয়ানকে সাসপেন্ড করা হয়েছে ৬৮ নম্বর ব্যাটেলিয়ানের পক্ষ থেকে। 


Follow us on :