২৫ এপ্রিল, ২০২৪

Gaighata: ডাব ব্যবসায়ীর ৭০ হাজার টাকা চুরি, সন্দেহের বশে দুই যুবককে ক্লাবে নিগ্রহের অভিযোগ
CN Webdesk      শেষ আপডেট: 2023-03-23 16:01:03   Share:   

দুই যুবককে ধরে ক্লাব ঘরে বেঁধে, আটকে রেখে নির্যাতনের (Beaten) অভিযোগ। অভিযোগ উঠেছে এলাকারই এক ডাব ব্যবসায়ীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটে গাইঘাটা (North 24 Parganas) থানার অন্তর্গত ধর্মপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পারুইপাড়া এলাকায়। ঘটনাস্থলে গাইঘাটা থানার পুলিস (Gaighata Police) এসে ওই দুই যুবককে উদ্ধার করে। 

জানা গিয়েছে, অভিযুক্ত এলাকারই এক বাসিন্দা নিত্যানন্দ দাস। পেশায় তিনি একজন ডাব ব্যবসায়ী। বেশ কিছুদিন ধরে তাঁর ঘর থেকে টাকা চুরি হয়ে যাচ্ছিল। তবে কিছুতেই চোর ধরা যাচ্ছিল না। তাই চোর ধরার জন্যে বুধবার রাতে নিত্যানন্দ দাস বাড়িতে তালা লাগিয়ে বাড়ির পাশের একটি জাগায় লুকিয়ে ছিল। সেই সময় তাহির বিশ্বাস, বিপ্লব পারুই নামের দুই যুবক, তাঁর বাড়ির সামনে গেলে তাদেরকে সন্দেহের বশে ধরা হয়। বেশ কিছু যুবকদের নিয়ে তাদের এলাকারই এক ক্লাব ঘরে আটকে রাখেন নিত্যানন্দবাবু-সহ স্থানীয়রা।তাদের উপর শারীরিক ও মানসিক নির্যাতনও করা হয় বলে অভিযোগ। এমনকি জোর করে টাকা চুরির ঘটনাও স্বীকার করানোর চেষ্টাও চলে বলে অভিযোগ।  

তবে এই বিষয়ে ডাব ব্যবসায়ী নিত্যানন্দ দাস জানান, 'ওই দুই যুবককে তালা ভাঙতে দেখে লাইট জ্বালালেই পালানোর চেষ্টা করে। পরে কয়েকজনকে ডেকে ওই দুই জনকে ধরে ক্লাবের মধ্যে রাখা হয়। আমি ডাবের ব্যবসা করে টাকা জমিয়েছি। সেই জমানো টাকা থেকে মোট ৭০ হাজার টাকা চুরি হয়েছে।'

তবে এবিষয়ে ধর্মপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্মল ঘোষ জানান, 'নিত্যানন্দ দাস একজন ডাব ব্যাবসায়ী। তাঁর দীর্ঘদিনের অভিযোগ তাঁর বাড়ি থেকে টাকা চুরি হয়ে যাচ্ছে। সেই মোতাবেক নিত্যানন্দ একটু পাহাড়ায় থাকতেন। সেই মতো সন্দেহের বশে ওই দুই যুবককে ধরে তিনি ক্লাবে আটকে রাখেন। খবরটা আমাদের কাছে আসতেই আমরা গায়ে হাত না তোলার কথা বলি। এমনকি আমি ওই দুই জনকে প্রশাসনের হাতে তুলে দিতেও বলেছি।' 


Follow us on :