মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল চারজন যুবকের। সোমবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে কান্দি সাঁইথিয়া রাজ্য সড়কে বড়ঞা থানার হরিবাটি গ্রামের কাছে। বাইকে যাওয়ার সময় কালভার্ট অথবা কোনও গাড়ির ধাক্কায় তাঁদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান। তবে স্থানীয় বাসিন্দা নয় ওই ৪ জন যুবক বলেই জানায় স্থানীয়রা। ৪ জনের দেহ উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিস। ঘটনাস্থল থেকে একটি বাইক উদ্ধার করেছে পুলিস।
সূত্রের খবর, ওই ৪ জন যুবক রবিবার রাতে যাত্রা শুনতে গিয়েছিলেন। পরিবার জানত যাত্রা শুনে বাড়ি ফিরবে ঘরের ছেলেরা। কিন্তু তা আর হল না। সকাল থেকে খোঁজাখুজির পর পরিবারের কাছে ফোন আসে থানা থেকে। এরপরই জানা যায় দুর্ঘটনার কথা। জানা যায়, তাঁদের মধ্য়ে তিন জনের বাড়ি বেলগ্রামে, অপরজনের বাড়ি তালমা গ্রামে। তবে কীভাবে তাঁদের মৃত্য়ু হল তা এখনও স্পষ্ট নয়। শোকের ছায়া পরিবারে।