ভোররাতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়িতে হুড়মুড়িয়ে ঢুকে পড়ল পাথর বোঝাই ট্রাক্টর। সেই ট্রাক্টরের ধাক্কায় দেওয়াল ভেঙে চাপা পড়ে মৃত্যু হল এক প্রৌঢ়ের। শনিবার ভোর রাতে ঘটনাটি ঘটেছে রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত সেখালিপুর অঞ্চলের বড়জুমলা মোড় এলাকায়। মৃত ওই পৌঢ়ের নাম আলকা দাস(৭৭)।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন পাথর বোঝাই ট্রাক্টরটি জঙ্গিপুরের দিক থেকে লালগোলার দিকে যাচ্ছিল। সেসময় বড়জুমলা মোড়ে হঠাৎই পাল্টি খেয়ে হুড়মুড়িয়ে পাশে থাকা একটি বাড়িতে ঢুকে যায়।
ইটের দেওয়াল এবং টিনের ছাউনি হওয়ায় ভেঙে পড়ে বাড়িটি। তখনই কার্যত গুরুতর জখম হন পরিবারের চার সদস্য। তড়িঘড়ি তাদের জঙ্গিপুর মহুকুমা হাসপাতালে নিয়ে গেলে আলকা দাস নামে ওই প্রৌঢ়কে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। যদিও বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। সেই সময় ঘরেই বাচ্চাদের নিয়ে ঘুমাচ্ছিলেন এক মহিলা। তিনিও অল্পের জন্য রক্ষা পান।
পুলিশ মৃতদেহ ময়নাতদন্তে পাঠায়। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।