২৯ মার্চ, ২০২৪

Tmc: প্রার্থী বাছাইয়ে মোটা টাকার সওদার অভিযোগ, তৃণমূল ছেড়ে কংগ্রেসে শতাধিক কর্মী
CN Webdesk      শেষ আপডেট: 2023-03-21 19:43:54   Share:   

পঞ্চায়েত (Panchayet) ভোটের প্রাক্কালে দলবদলকে ঘিরে রাজনৈতিক চাপানউতোর মালদহের চাঁচলে। সূত্রের খবর, মালদহের (Malda) চাঁচল-১ নং ব্লকের তৃণমূলের অঞ্চল সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক সোমবার তৃণমূল (Tmc) ছেড়ে কংগ্রেসে যোগদান করেন। তাঁদের সঙ্গে দল ছাড়লেন শতাধিক তৃণমূল কর্মী। সোমবার রাতে চাঁচলের খরবা ও মতিহারপুর অঞ্চলে যোগদান সভা অনুষ্ঠিত করে কংগ্রেস। সূত্রের খবর, সেখানেই ব্লক কংগ্রেস সভাপতি আঞ্জারুল হক ও অঞ্চল কংগ্রেসের সভাপতিদের হাত ধরে কংগ্রেসে যোগ দেন ওই দুই তৃণমূল নেতা-সহ শতাধিক কর্মী।

স্থানীয় কংগ্রেস কমিটি সূত্রে জানা গিয়েছে, মতিহারপুর অঞ্চলের সন্তোষপুরে অঞ্চল তৃণমূলের সাধারণ সম্পাদক মোক্তার আলম কংগ্রেসে যোগ দিয়েছেন। একই রাতে খরবা অঞ্চলের নৈকান্দায় অঞ্চল তৃণমূলের সহ-সভাপতি সাইদুজ্জামান কংগ্রেস শিবিরে যোগ দিয়েছেন। তাদের সঙ্গে শতাধিক তৃণমূল কর্মী ঘর ভরিয়েছে কংগ্রেসের, এমনটাই দাবি কংগ্রেসের স্থানীয় কমিটির। দলত্যাগ করে তৃণমূলের অঞ্চল ও ব্লক নেতৃত্বের উপর বিস্ফোরক অভিযোগ তোলেন যোগদানকারীরা। 

কংগ্রেসে যোগদানকারী মোক্তার আলমের অভিযোগ, 'সন্তোষপুর বুথ থেকে আমার স্ত্রীর নাম তৃণমূলের সম্ভাব্য প্রার্থীতালিকায় নাম যায়। কিন্তু আড়ালে আবডালে আভাস পাচ্ছি। শুধু আমার স্ত্রী নয়, একই বুথ থেকে একাধিক নাম জমা নেওয়া হয়েছে প্রার্থীর জন্য। আভাস পাচ্ছি, তৃণমূলের প্রার্থীপদ নিতে গেলে মোটা অঙ্কের টাকা দিতে হবে। একই বুথ থেকে একাধিক নাম জমা হওয়ায় টাকা নেওয়ার বিষয়টি স্পষ্ট হচ্ছে। যার টাকা তারই পদ। তার কারণে দুর্নীতিগ্রস্ত দল থেকে আমি বেরিয়ে এসে কংগ্রেসে যোগ দিলাম।'  

যদিও কংগ্রেসে যোগদানকারী মোক্তার আলমের অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল নেতৃত্ব। চাঁচল-১ নং ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি শেখ আফসার আলি জানান, 'ব্লক তৃণমূল সহ অঞ্চল তৃণমূল নেতৃত্ব স্বচ্ছ রাজনীতিতে বিশ্বাসী। অর্থের মাপকাঠি দিয়ে কাউকে পরিমাপ করা হয় না তৃণমূলে। যোগ্য মানুষদেরই প্রার্থী করবে তৃণমূল। তবে মোক্তার আলম জনপ্রিয়তা হারিয়েছে এলাকায়। কংগ্রেসে টিকিট পাওয়ার লোভে দলত্যাগ করেছেন।'

পাশাপাশি মতিহারপুর অঞ্চল কংগ্রেসের সভাপতি শেখ কামালুদ্দিন বলেন, 'রাজনীতিতে টাকার লেনদেন তৃণমূলের চরিত্র, কংগ্রেসের নয়। তারা টাকা দিয়ে প্রার্থী দেবে, তাই স্বচ্ছভাবে রাজনীতি করার লক্ষ্যে অনেকে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছে।' 



Follow us on :