মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে দুষ্কৃতী তাণ্ডবের অভিযোগ। মেডিক্যাল কলেজের প্রায় ১০টি ১০২ অ্যাম্বুল্যান্স ভাঙচুরের অভিযোগ। রবিবার রাতের অন্ধকারে এতগুলি অ্যাম্বুল্যান্স ভাঙচুরের ঘটনায় হতবাক চালকরা।
রাতের অন্ধকারে ইট দিয়ে ভাঙচুর করা হয় অ্যাম্বুল্যান্সের কাচ। কিন্তু কারা, কী উদ্দেশ্যে এই অ্যাম্বুলান্সগুলি ভাঙচুর করল, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিস। গোটা বিষয়টি জানানো হয়েছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের এমএসভিপিকেও। হাসপাতালের পক্ষ থেকে শুরু হয়েছে তদন্ত। প্রসঙ্গত, মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে মোট ১৭টি অ্যাম্বুল্যান্স আছে এবং গোটা শহরে মোট ৯১ টি অ্যাম্বুল্যান্স পরিষেবা দেয়।
উল্লেখ্য, কিছুদিন আগেই মাতৃমা নিশ্চয়যানের ড্রাইভারদের সঙ্গে ১০২ গাড়ির চালকদের গন্ডগোল বাধে। আশঙ্কা, তারাই অ্যাম্বুল্যান্স ভেঙেছে। তবে রীতিমতো পরিকল্পনা করে এই কাজ করা হয়েছে বলে দাবি চালকের। কোভিড আবহে নিরলস পরিশ্রম করেছেন তাঁরা, এখন পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে বহু মানুষ, এমনই দাবি চালকদের।
প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন চালকরা। তাঁরা চাইছেন, দোষীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক।