২০ এপ্রিল, ২০২৪

weather update: নামছে পারদ দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, শীত নিয়ে বড় খবর
CN Webdesk      শেষ আপডেট: 2022-11-12 10:01:55   Share:   

ভোরবেলা হালকা শীতের (winter) আমেজ উপভোগ করছেন শহরবাসী। তবে জাকিয়ে ঠান্ডা পড়ছে না এখনই, আপাতত এমনটাই জানিয়ে দিয়েছে আবহাওয়া দফতর (Meteorological Department)। কিন্তু ইতিমধ্যেই তাপমাত্রার পারদ নেমেছে ২০ ডিগ্রিতে। এতেই কি শীতকালের আগমন ধরা যেতে পারে? কী বলছেন আবহবিদরা?

আবহবিদদের মতে, ডিসেম্বরের ১৫ তারিখেই জাঁকিয়ে শীত প্রবেশ করবে রাজ্যে। এরই পাশাপাশি শহরের তাপমাত্রা আগামী ২৪ ঘণ্টায় ২ থেকে ৩ ডিগ্রি আরও নামবে। এবছর অক্টোবর থেকেই পারদ নামতে শুরু করেছে। অক্টোবরে ২০ ডিগ্রিতে নেমেছিল তাপমাত্রা। যা একেবারেই নজিরবিহীন বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। এরপর ফের ২০ ডিগ্রিতে নেমে এসেছে তাপমাত্রা। শীতের হালকা আভা অনুভূত হচ্ছে।

ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের (South Bengal) সবকটি জেলাতেই তাপমাত্রা অনেকটাই কমেছে। একদিকে, গ্রামাঞ্চলের মানুষদের গায়ে কম্বল চাপাতে হচ্ছে। অন্যদিকে শহরাঞ্চলে হালকা ঠান্ডায় মজেছেন শহরবাসী। তবে দক্ষিণবঙ্গে আগামী ৩৪ ঘণ্টায় জেলার তাপমাত্রা আরও কমবে বলেই জানিয়ে দিয়েছে আবহবিদরা। তবে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

এদিকে, উত্তরবঙ্গে (North Bengal) এখন মনোরম আবহাওয়াই বজায় রয়েছে। আর এই সময়ই সঠিক ভ্রমন প্রেমী মানুষদের জন্য। ইতিমধ্যেই ভিড় বাড়িয়েছে পর্যটকদের দল। তবে কালিম্পং এবং কার্শিয়াংয়ে হালকা বর্ষণের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। পাশাপশি উত্তর ভারতের একাধিক জায়গায় তুষার পাতের (snow fall) পরিস্থিতি শুরু হয়ে গিয়েছে। হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, কাশ্মীরে ঠাণ্ডার দাপট ক্রমশই বাড়ছে।


Follow us on :