বন্ধ মধু চা বাগান খোলার দাবিতে পথ অবরোধে সামিল শ্রমিকরা। সোমবার সকালে ডুয়ার্সের আলিপুরদুয়ার জেলার ওই বাগানের শ্রমিকরা বাগান খোলার দাবিতে হাসিমারা থেকে আলিপুরদুয়ারগামী রাজ্য সড়ক অবরোধ করেন। পথ অবরোধের জেরে আটকে পড়ে প্রচুর গাড়ি।
শ্রমিকরা জানান, ২০১৪ সালের সেপ্টেম্বর মাস থেকে বন্ধ মধু চা বাগান। বাগান বন্ধ হবার পর শ্রমিকরা প্রতিবেশী দেশ ভূটানে গিয়ে কাজ করতেন। কিন্ত দেড় বছর ধরে লকডাউনের জেরে বন্ধ ভূটান। ফলে উদ্ভুত পরিস্থিতিতে শ্রমিকরা বর্তমানে প্রবল আর্থিক সংকটে দিন গুজরান করছেন। রাজ্য সরকারের পক্ষ থেকে বাগানের শ্রমিকদের মাসিক ১৫০০ টাকা ফাউলাই ভাতা প্রদান করা হয়। মাত্র এইটুকু টাকায় মূল্যবৃদ্ধির যুগে জীবনজীবিকা নির্বাহ করতে সমস্যা পোহাতে হচ্ছে শ্রমিকদের। প্রশাসনিকস্তরে আশ্বাস মিললেও খোলেনি বাগান, এমনই অভিযোগ চা বাগানের শ্রমিকদের।
বন্ধ বাগানের শ্রমিকদের দাবি, অতি দ্রুত চা বাগান খোলা হোক। কয়েক বছর আগে এই চা বাগানের জমি রাজ্য সরকার অধিগ্ৰহণ করেছিল। আশায় বুক বেঁধেছিলেন বন্ধ বাগানের শ্রমিকরা। কিন্তু তা আর বাস্তব রূপ পায়নি। রাজ্য সরকারের আধিকারিক থেকে শুরু করে নেতামন্ত্রীরা চা বাগানে এসে একাধিকবার আশ্বাস দিয়েছিল বাগান খোলার। কিন্ত তারপর দীর্ঘ কয়েক বছর কেটে গিয়েছে বাগান আর খোলেনি। ফলে অবরোধের পথে চা শ্রমিকরা।
কিন্তু আর কত অবরোধ, আন্দোলন করতে হবে চা শ্রমিকদের? কার কাছে আবেদন জানাবেন চা শ্রমিকরা, এই প্রশ্নই ঘোরাফেরা করছে শ্রমিকদের মনে।