ব্রেকিং নিউজ
Swastha Sathi Project: স্বাস্থ্য়সাথী কার্ড আছে, তবুও নার্সিংহোমে চিকিৎসার জন্য টাকা চাওয়ার অভিযোগ
HomestateSwastha Sathi Project: স্বাস্থ্য়সাথী কার্ড আছে, তবুও নার্সিংহোমে চিকিৎসার জন্য টাকা চাওয়ার অভিযোগ
Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2022-01-22 11:23:15
স্বাস্থ্য়সাথীর কার্ড থাকা সত্ত্বেও নার্সিংহোমে চিকিৎসার জন্য টাকা চাওয়ার অভিযোগ। দঃ ২৪ পরগনার পাথরপ্রতিমা ব্লকের দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েতের গদামথুরা হাসপাতাল মোড়ে এক নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে উঠল এই অভিযোগ। এর ফলে বিপাকে রোগীর পরিবার।
জানা গিয়েছে,পাথরপ্রতিমার দিগম্বরপুরের বাসিন্দা বছর ৬৫-র এক বৃদ্ধা জগৎবালা মণ্ডল শৌচালয়ে পড়ে যান। পা ভেঙে তাঁর। পরিবারের সদস্য়রা তাকে নিয়ে হাসপাতাল মোড়ে অবস্থিত নার্সিংহোমে নিয়ে যান। বৃদ্ধার পায়ের অস্ত্রোপচারের খরচ স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে করা যাবে বলে নার্সিংহোম কর্তৃপক্ষর কাছ থেকে জানা যায়। সেই অনুযায়ী অস্ত্রোপচার করা হয়। পরিবারের অভিযোগ, অস্ত্রোপচারের পর রোগীর পরিবারের কাছে নার্সিংহোমের তরফ থেকে জানানো হয় স্বাস্থ্যসাথীর কার্ডে ২৫ হাজার টাকা কাটা হয়েছে আরও ৩০ হাজার টাকা লাগবে। আর তাতেই ভেঙে পড়ে রোগীর পরিবার। অনেক বলার পর ১০ হাজার টাকা কমিয়ে ২০ হাজার টাকা দেওয়ার কথা জানায় নার্সিংহোম কর্তৃপক্ষ। কিন্তু আর্থিক কষ্টে বাকী টাকা দিতে অক্ষম পরিবার।
বৃদ্ধার ছেলে গুরুপদ মণ্ডল জানান, বিনামূল্যে চিকিৎসার খরচের জন্য রাজ্য সরকার স্বাস্থ্যসাথীর কার্ড দিয়েছেন। সেই মত রোগীকে নার্সিংহোমে ভর্তি করানো হয়। এরপর টাকা চায় কর্তৃপক্ষ। জিনিসপত্র বন্ধক রেখে কোনওক্রমে ১০ হাজার টাকা জোগাড় হয়, বাকি ১০ হাজার টাকা দেবেন কী করে?
এই ঘটনায় চিকিৎসক সুদীপ্ত সরকার জানান, নার্সিংহোমের মালিক মারা যাওয়ার পর তারা নার্সিংহোম চালাচ্ছেন। স্বাস্থ্যসাথী কার্ডের চিকিৎসা খরচ দীর্ঘদিন ধরে তারা পাচ্ছেন না। সরকারি তরফ থেকে যেটুকু মিলছে তাতে নার্সিংহোমে স্বাস্থ্যসাথী কার্ডের অন্তর্ভুক্ত রোগীদের চিকিৎসা খরচ বহন করা সম্ভব হচ্ছে না বলে দাবি তাঁর। নিরুপায় হয়ে রোগীর পরিবারের কাছে টাকা চাইতে হচ্ছেন তারা বলে জানান চিকিৎসক।
কার কাছে কোথায় অভিযোগ জানাবেন রোগীর পরিবার? উত্তর খুঁজছে বিপাকে পড়া রোগীর পরিবার। উল্লেখ্য় স্বাস্থ্য়সাথী কার্ড নিয়ে বিস্তর অভিযোগ প্রায়ই সামনে আসে। কিন্তু সমাধান কোথায় ?