প্রধানমন্ত্রী আবাস যোজনা (PMAY) এবং মনরেগায় (MNREGA) দুর্দান্ত কাজ করেছে বাংলা। চলতি সপ্তাহে দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata)। পাশাপাশি শুক্রবার প্রধানমন্ত্রীকে (PM Modi) চিঠি লিখে মনরেগার বকেয়া মেটানো এবং আবাস যোজনায় নতুন করে অর্থ বরাদ্দের আবেদন করেন মুখ্যমন্ত্রী। এবার সেই চিঠির পাল্টা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikary)। রাজ্যের বিরোধী দলনেতার আবেদন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি মেনে আবাস যোজনার জন্য নতুন করে টাকা বরাদ্দ করার আগে সমস্ত বিষয় খতিয়ে নেওয়া দরকার। আর শুভেন্দুর এই চিঠিকে বাংলা-বিরোধী বলে তোপ তৃণমূলের।
প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে বিরোধী দলনেতার অভিযোগ, 'প্রধানমন্ত্রী আবাস যোজনাকে বাংলা আবাস যোজনা বলে চালাচ্ছে মমতা সরকার। আর ভাল কাজের দাবি করছেন মুখ্যমন্ত্রী। রাজ্যে এতগুলি বাড়ি তৈরির কৃতিত্ব সম্পূর্ণ একাই নিচ্ছে সরকার। কোথাও নেই কেন্দ্রীয় সরকারের প্রশংসাও। তাই ১০০ দিনের টাকার অনুমোদন কিংবা আবাস যোজনায় অর্থ বরাদ্দের আগে নিয়মনীতি নিক দায়িত্বপ্রাপ্ত মন্ত্রক।'
শুভেন্দুর দাবি, ১০০ দিনের কাজ অর্থাৎ মনরেগা প্রকল্পের যে টাকা বকেয়া বলে দাবি উঠছে, সেই কাজে শাসকদল তৃণমূলের অনেকে দুর্নীতিতে যুক্ত। কাজ পাইয়ে দেওয়ার নামে বেনিয়ম চলে। তাই সেই টাকা যাতে কেন্দ্রের তরফে ঠিকঠাক বণ্টন হয়, সেদিকেও প্রধানমন্ত্রীকে নজর দিক। চিঠিতে এই আবেদনও করেছেন রাজ্যের বিরোধী দলনেতা।
শুভেন্দুর এই দাবিকে পালটা তোপ দেগেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। তাঁর খোঁচা, 'এটা বাংলা-বিরোধী পদক্ষেপ। রাজ্য সরকারের বিরুদ্ধে চক্রান্ত চলছে।'