ছাত্রীর রহস্যমৃত্যুতে চাঞ্চল্য। মুর্শিদাবাদের ফরাক্কা পাইকপাড়া এলাকার ঘটনা। পুলিস সূত্রে জানা গেছে, মৃত ছাত্রীর নাম মৌসুমী খাতুন (১৭ )। মৃতা ছাত্রীর বাবার অভিযোগ, বেশ কিছুদিন ধরে তার মেয়ের সঙ্গে পার্শ্ববর্তী এলাকায় এক যুবকের সম্পর্ক হয় এবং মেয়েকে বিয়ে করার প্রতিশ্রুতিও দেয় সেই যুবক। গত মঙ্গলবার সেই যুবক তার মেয়েকে নিজের বাড়িতে নিয়ে যায়। বিয়ে করবে না বলে জানায় ও সম্পর্ক অস্বীকার করে।
পরিবার সূত্রে জানা গেছে, সেই ঘটনার পর বৃহস্পতিবার সকালে মেয়েকে ডাকাডাকি করেও তার ঘর থেকে কোনও সাড়া মেলে না। তখন পরিবারের লোকজন দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় দেখে তাঁদের মেয়েকে। তড়িঘড়ি ফরাক্কা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে তাকে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। তাদের মেয়ে প্রেমে আঘাত পাওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে পরিবারের দাবি।
পুলিস দেহ উদ্ধার করে জঙ্গিপুরে ময়নাতদন্তের জন্য পাঠায়। দোষীদের শাস্তির দাবি করেছে পরিবারের লোকজন। পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। তবে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ফরাক্কা থানার পুলিস।