LATEST NEWS
29 May, 2023

Bhutan Return : পরিচারিকার কাজে গিয়ে ভূটানে আটকে, দুই যুবতী ঘরে ফিরল ৩ বছর পর
CN Webdesk      শেষ আপডেট: ২০২২-০২-০৫ ১৪:১৪:৫৬   Share:   

তিন বছর বাদে ঘরে ফিরল ঘরের মেয়ে। পুলিস-প্রশাসনের উদ্যোগে ঘরে ফিরল দুই যুবতী। কালচিনি ব্লকের মেচপাড়ার চা বাগানের দুজন যুবতী ভুটানে পরিচারিকার কাজ করতে গিয়েছিল। সেখানে গিয়ে তারা আটকে পড়ে বলে পরিবার সূত্রে জানা গেছে। অবশেষে পুলিশের উদ‍্যোগে দেশের মাটিতে পা রাখল ভূটানে পরিচারিকার কাজ করতে গিয়ে আটকে  থাকা ওই দুই যুবতী।

ভূটান থেকে জয়গাঁতে শুক্রবার রাতে আলিপুরদুয়ার জেলা পুলিসের উদ‍্যোগে ফিরল  কালচিনি ব্লকের মেচপাড়ার চা বাগানের দুজন যুবতী। জানা গেছে, প্রায় তিন বছর আগে কাজ করতে গিয়ে ভূটানে আটকে পড়েছিল কালচিনি ব্লকের এই দুই যুবতী। এরপর তাদের দ্রুত বাড়িতে ফিরিয়ে আনতে প্রশাসনের কাছে আর্জি জানিয়েছিল তাদের পরিবার। তাদের আর্জি পাওয়ার পর আলিপুরদুয়ার জেলা পুলিস সুপার ওয়াই রঘুবংশী, জয়গাঁর এসডিপিও এলটি ভুটিয়ার উদ্যোগে শুক্রবার বিকেলে ভূটান প্রশাসন দুজন যুবতীকে জয়গাঁ থানার হাতে তুলে দেন। সেখানে উপস্থিত ছিলেন জয়গাঁ থানার ওসি সৌভিক মজুমদার,জয়গাঁ এসডিপিও এলটি ভুটিয়া ও যুবতীর পরিবারের লোকেরা।

Ad code goes here

তবে তারা সেখানে ভালো ছিল বলে জানিয়েছে। কাজের পারিশ্রমিকও মিলেছে বলে জানিয়েছে তারা। শেষ পর্যন্ত দেশে ফিরে পরিবারকে পাশে পেয়ে  খুশি দুই যুবতী।

Ad code goes here

Ad code goes here

Ad code goes here

Follow us on :