Share this link via
Or copy link
নবান্নের অলিন্দে গুঞ্জনের ছায়া , পরিবর্তিত হতে চলেছে মমতা মন্ত্রিসভা। এই ইঙ্গিত নবান্নে বসে দিয়েছেন মুখ্যমন্ত্রীও।তবে সিএন পোর্টাল কিন্তু পার্থ বিদায়ের খবর সবার আগেই জানিয়েছিল সেই মোতাবেক আজকের এই প্রতিবেদন। জানা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর মন্ত্রিসভার পরিবর্তন আনতে চলেছেন। আমূল পরিবর্তন নাকি মন্ত্রীহীন দফতরগুলোতে নতুন মুখ আসবে তাই নিয়ে চলেছে জল্পনা। আগামী সোমবার ১ অগাস্ট ফের মুখ্যমন্ত্রী ক্যাবিনেট ডেকেছেন। বৃহস্পতিবারের পর ফের কেন মন্ত্রিসভার বৈঠক তাই নিয়েই জল্পনা চলেছে।কিন্তু পরিবর্তন যদি হয়ে তবে তা কীভাবে?
১) সমস্ত মন্ত্রীরা ( মুখ্যমন্ত্রী ব্যতিত ) পদত্যাগ করতে পারেন। তারপর ফের নতুন মন্ত্রিসভায় আসতেও পারেন।
২) শূন্যস্থান পূর্ণ হতে পারে।
৩) অনেকেই বা কেউ কেউ বাতিল হতে পারেন , আসতে পারে নতুন মুখ।
জল্পনা এই কারণে রাজ্যপাল ভবন সূত্রে নাকি জানা গিয়েছে, ফের শপথ অনুষ্ঠান হতে পারে। এখন প্রশ্ন হলো যদি পরিবর্তন হয় তবে কোন দফতরগুলোর উপর নজর দিতে পারেন মুখ্যমন্ত্রী। জানা যাচ্ছে ১) শিল্প ও বাণিজ্য ২) পঞ্চায়েত ৩) শিক্ষার মতো দফতরগুলির উপর বিশেষ নজর দেওয়া হতে পারে। দলের হাইকমান্ড চাইছে, যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে বা কেন্দ্রীয় প্রশাসনের নজর রয়েছে তাদের হয়তো বাদ দেওয়া হতে পারে। অথবা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই দেখতে পারেন। জল্পনায় শোনা যাচ্ছে শশী পাঁজা-সহ বেশ কয়েকজন গুরুদায়িত্ব পেতে পারেন। নতুন মুখের মধ্যে বাবুল সুপ্রিয়র নাম রয়েছে। সমস্তটাই ঠিক করবে দলনেত্রী নিজে। অবশ্য এই বিষয়ে অভিষেকের মতামতকেও গুরুত্ব দেওয়া হবে।জেলাস্তরের পরিবর্তনও হবে পঞ্চায়েত নির্বাচনের আগে।