ফের গণপিটুনির অভিযোগ। এক ব্য়ক্তির পায়ে ও সারা শরীরে আষ্টেপৃষ্ঠে দড়ি দিয়ে গাছের সঙ্গে বেঁধে নির্মম মারধর করার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে।। আরও এক মধ্য়যুগীয় বর্বরতার সাক্ষী থাকলেন রাজ্য়বাসী। উঃ ২৪ পরগনার দেগঙ্গার ঘটনা।
শ্বশুরবাড়ির লোকজনদের দাবি, তাঁদের মেয়েকে জামাই দেখত না। টাকার চাপ দিয়ে মারধর করার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে। পুলিস সূত্রে জানা গেছে, জখম ব্যক্তির নাম আব্দুল রহমান। অন্য়দিকে তাঁকে কেউ বাঁধেনি, উল্টে জামাই নিজেকে বেঁধে শ্বশুরবাড়ির লোকেদের দোষ দিচ্ছে। এমনকী জামাইয়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ এনেছেন শ্বশুরবাড়ির সদস্যরা।
তবে গ্রামবাসীদের দাবি, শ্বশুরবাড়ির লোকেরাই আব্দুলকে গাছে বেঁধে মারধর করে।
চৌরাশি পঞ্চায়েতের বাসুদেবপুর গ্রামের স্থানীয় মানুষের প্রচেষ্টায় আশঙ্কাজনক অবস্থায় পুলিস গিয়ে উদ্ধার করে জামাইকে। ঘটনার তদন্ত শুরু করেছে দেগঙ্গা থানার পুলিস ।