২৯ জুন শিলিগুড়ি মহকুমা পরিষদ-সহ উপনির্বাচনের ফল ঘোষণা। রাজ্য নির্বাচন কমিশনের কর্তারা শিলিগুড়িতে রয়েছেন। শুক্রবার বৈঠক করবেন জেলা শাসক এবং পুলিস কমিশনারেটের সঙ্গে। শিলিগুড়ি মহকুমা ভোট সহ উপ নির্বাচন এর ফলাফল আগামী ২৯ জুন। এমনটাই খবর নির্বাচন কমিশন সূত্রে।
এদিকে, ২৬ জুন অনুষ্ঠিত হবে জিটিএ বা গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের বৈঠক। দার্জিলিংয়ের জেলাশাসকের অফিসে সর্বদলীয় বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। জলপাইগুড়ি ডিভিশনের কমিশনার এ আর বর্ধন এই বৈঠকে উপস্থিত ছিলেন। জানা গিয়েছে, ২৭ মে ভোট বিজ্ঞপ্তি জারি হয়েছে, ২৬ জুন ভোটগ্রহণ আর ২৯ জুন গণনা।
এই বৈঠকে গোর্খা জনমুক্তি মোর্চা, হামরো পার্টি, সিপিএম, তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা উপস্থিত ছিল। পাশাপাশি জিটিএ ভোটগ্রহণের দিন ঘোষণার মধ্যেই শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচন নিয়ে পদক্ষেপ নিল রাজ্য। সম্প্রতি রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে স্বরাষ্ট্র সচিবের বৈঠক হয়েছে। গত বৃহস্পতিবার দুপুর ৩টের সময় সাংবাদিক সম্মেলনে রাজ্য নির্বাচন কমিশন শিলিগুড়ি মহকুমা পরিষদের ভোটের দিনক্ষণ ঘোষণা করেন। তারপরেই ফল ঘোষণার সম্ভাব্য দিন সামনে এল।