ফের উত্তপ্ত ভাটপাড়া। সকাল সকাল শ্যুটআউটের ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। স্থানীয় সূত্রে খবর, মাথায় গুলি করে খুন করা হয় ইমারতি ব্যবসায়ীকে। ঘটনার পর চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। মৃত ওই ইমারতি ব্যবসায়ীর নাম সালামউদ্দিন আনসারি। শনিবার সকাল ১১টা নাগাদ ভাটপাড়া পুরসভার ১২ নম্বর ওয়ার্ডে তাঁকে গুলি করা হয়। তবে তিনি একজন তৃণমূল কর্মী হিসেবেও এলাকায় পরিচিত।
ঘটনার পর প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে বেশ কয়েকজন ব্যক্তি বাড়ি থেকে ডেকে এনে বসিয়ে সিগারেট খাওয়ায় সালামউদ্দিনকে। এরপরই আচমকা তাঁকে গুলি করা। গুলি করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ভাটপাড়া থানার পুলিস। ঘটনাস্থলে পৌঁছে পুলিস মৃত যুবকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।
পুলিস সূত্রে খবর, ওই যুবকের মাথায় গুলি লেগেছে। ফলে অতিরিক্ত রক্তক্ষরণও হয়। কে বা কারা এই কাজ করেছে, তা স্পষ্ট করে বলতে পারছেন না নিহত যুবকের পরিবারের লোকজন ও প্রত্যক্ষদর্শীরা। ব্যবসায়িক কোনও শত্রুতা নাকি এই ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিস।