১৬ এপ্রিল, ২০২৪

Reax: শতরূপ ঘোষের ২২ লাখি গাড়ি! 'বাবা টাকা দিয়েছেন', কুণালকে জবাব তরুণ বাম নেতার
CN Webdesk      শেষ আপডেট: 2023-03-28 16:58:37   Share:   

মনি ভট্টাচার্য: 'আমার বাবা কার নামে গাড়ি কিনবেন সেটা কুণালের বাবা ঠিক করে দিতে পারেনা',  গাড়ি কেনা নিয়ে তৃণমূল রাজ্য সম্পাদক কুণাল ঘোষের কটাক্ষের জবাব দিলেন সিপিআইএম নেতা শতরূপ ঘোষ। সূত্রের খবর, শতরূপ সম্প্রতি একটি গাড়ি কিনেছেন, যার মূল্য ২২ লক্ষ টাকা। তারপরেই মঙ্গলবার কুণাল ঘোষ ওই টাকার উৎস সমন্ধে প্রশ্ন তুলতে শুরু করে। নির্বাচন কমিশনকে দেওয়া, শতরূপের সম্পত্তির নথি নিয়েও প্রশ্ন তুলে টুইটারে ও ফেসবুকে পোস্ট করেন কুণাল। এবার কুণালের করা প্রশ্ন নিয়ে, আলিমুদ্দিন স্ট্রিটে বামেদের দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন শতরূপ।


কুণালের প্রশ্নের জবাবে শতরূপ জানান, গাড়ি কেনা হয়েছে নিজের নামেই। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে শতরূপ বলেন, 'ওই গাড়ির দাম দিয়েছেন বাবা শিবনাথ ঘোষ। সিংহভাগ খরচই করা হয়েছে চেকের মাধ্যমে। কিছু টাকা নগদেও দেওয়া হয়েছে।' তিনি মঙ্গলবার ব্যাঙ্ক পাসবুকের নথি, রসিদ দেখিয়ে পুঙ্খানুপুঙ্খ হিসাব প্রকাশ করেছেন। এছাড়া শতরূপ ওই টাকা কবে, কোন ব্যাঙ্ক থেকে এবং কত টাকা খরচ করা হয়েছে, সেটাও প্রকাশ করেছেন। তিনি হিসাব দিয়েছেন বাবা শিবনাথ ঘোষের ফিক্সড ডিপোজ়িটে সঞ্চিত অর্থেরও। ওই সাংবাদিক সম্মেলনে শতরূপ পরিষ্কার জানিয়ে দেন, 'এরপরেও গাড়ির খরচের বিষয়ে কোনও অনিয়ম চোখে পড়লে, তৃণমূল অর্থাৎ শাসক প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করতেই পারে।'


মঙ্গলবার কুণাল ঘোষ ফেসবুক পোস্টে বলেন, 'একজন সিপিআইএম-র হোলটাইমার এত টাকা কোথা থেকে পেলো? যে ২ লাখের সম্পত্তির হিসেব দিয়ে ২২ লাখি গাড়ি কিনেছে। ' মঙ্গলবারই সাংবাদিক সম্মেলন করে, ব্যাঙ্ক ও চেকের সমস্ত নথি প্রকাশ করে কুণালের এই কটাক্ষের পাল্টা জবাব দিয়েছে বাম নেতা শতরূপ ঘোষ। যদিও শতরূপের দেওয়া জবাব সমন্ধে, সিএন-ডিজিটালকে তৃণমূল মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য জানিয়েছেন, 'আমরা সবাই জানি, বৃদ্ধদের নামে গাড়ি কিনলে বা কিছু কিনলে ছাড় পাওয়া যায়। সেক্ষেত্রে কেন বাবার নামে না কিনে, নিজের নামে গাড়ি কিনল শতরূপ সেটাই প্রশ্ন।' 



Follow us on :