ফের বালিবোঝাই ডাম্পারের আতঙ্কে ভুগছেন সাঁকরাইলবাসী। একাধিক দুর্ঘটনা ঘটেছে ঝাড়গ্রামের কুলটিকরী বাসস্ট্যান্ড সংলগ্ন রাস্তায়।
প্রসঙ্গত, বেশ কয়েক মাস ধরেই বেপরোয়াভাবে ওই রাস্তার ওপর দিয়ে ছুটে চলেছে শয়ে শয়ে বালি বোঝাই ডাম্পার। কোনও গাড়িতে হেপ্লার রয়েছে, তো কোনও গাড়িতে রয়েছে শুধু ড্রাইভার। ইতিমধ্যেই বেশ কিছু দুর্ঘটনা ঘটেছে এই জায়গায়। এর প্রতিবাদে রোহিনীতে অবরোধও করেন স্থানীয় দোকান মালিক থেকে এলাকাবাসীরা। কিন্তু তারপরও বন্ধ হয়নি দুর্ঘটনা। রবিবার সাড়ে ৭ টা নাগাৎ কুলটিকরী বাসস্ট্যান্ডের ওপর দিয়ে সারি সারি বালি বোঝাই ডাম্পার বেপরোয়া গতিতে যাওয়ার সময় এক বাইক আরোহীর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। অল্পের জন্য প্রাণে বাঁচেন ওই বাইক চালক। সঙ্গে সঙ্গে এলাকাবাসী ও স্থানীয় দোকানদাররা ওই ডাম্পারটিকে ঘেরাও করেন। খবর দেওয়া হয় সাঁকরাইল থানায়। প্রায় ৪৫ মিনিট ধরে চলে ওই অবরোধ।