ব্রেকিং নিউজ
Saheb Bandh: পুরুলিয়ার প্রাণ সাহেব বাঁধের ফাইল লোপাট? বিক্ষোভ বিজেপির
HomestateSaheb Bandh: পুরুলিয়ার প্রাণ সাহেব বাঁধের ফাইল লোপাট? বিক্ষোভ বিজেপির
Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2021-12-16 18:35:26
পুরুলিয়া শহরের প্রাণ সাহেব বাঁধ। এবার সেই বাঁধের ফাইল লোপাট নিয়ে তরজা তুঙ্গে। প্রতিবাদে পুরুলিয়া পৌরসভায় বিক্ষোভ বিজেপির। একইসঙ্গে এর "জাতীয় সরোবর" তকমা নিয়ে বিতর্ক দানা বেঁধেছে।
বৃহস্পতিবার পুরুলিয়া পৌরসভার জুবিলি ময়দানে জমায়েত হন বিজেপির নেতা-কর্মী-সমর্থকরা। সেখান থেকে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে পুরুলিয়া পৌরসভার মূল গেটে অবস্থান-বিক্ষোভে সামিল হন তাঁরা। পরে প্রশাসকের কাছে পুরুলিয়া পৌরসভা সংক্রান্ত একটি স্মারকলিপি জমা দেন তাঁরা। এদিনের কর্মসূচিতে নেতৃত্ব দেন পুরুলিয়া শহর বিজেপি দক্ষিণ মণ্ডল সভাপতি সত্যজিৎ অধিকারী, জেলা সাধারণ সম্পাদক বিবেক রাঙা সহ অন্যান্যরা।
বিজেপির অভিযোগ, সাহেব বাঁধ জাতীয় সরোবরের নামে বরাদ্দ কোটি কোটি টাকা চুরির প্রমাণ লোপাটের জন্য ফাইল লোপাট করা হয়েছে। একইসঙ্গে সাহেব বাঁধের "জাতীয় সরোবর" তকমা নিয়ে ধোঁয়াশা তৈরি করছে পৌরসভা।

যদিও পাল্টা বিজেপির বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলছেন পৌর প্রশাসক নবেন্দু মাহালি। তাঁর অভিযোগ, যদি সাহেব বাঁধ সংক্রান্ত ফাইল লোপাট হয়ে থাকে এবং সাহেব বাঁধ যদি "জাতীয় সরোবরের" তকমা পেয়ে থাকে, তাহলে সেই সংক্রান্ত ফাইল কেন্দ্রের বিজেপি সরকারের কাছেও থাকা উচিত।
তবে সাহেব বাঁধ জাতীয় সরোবর সংক্রান্ত ফাইল যে পুরুলিয়া পৌরসভা থেকে উধাও, তা কিন্তু পরিষ্কার। কোথায় সেই জাতীয় সরোবর সংক্রান্ত ফাইল? কারাই বা লোপাট করল ফাইল? কত টাকাই বা বরাদ্দ হয়েছে সাহেব বাঁধ নিয়ে? উন্নয়নই বা কী হয়েছে, তা নিয়ে উঠছে প্রশ্ন।