প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও বেপরোয়া গতির বলির খবর আসে। দুর্ঘটনা এড়াতে রাজ্য সরকারের তরফে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচিও চালু রয়েছে। তবুও গতি কেড়ে নিয়েছে বহু প্রাণ। মর্মান্তিক অকাল মৃত্যুতে পরিজন হারিয়েছে বহু পরিবার। এবার মানুষকে আরও সচেতন করতে উদ্যোগী ব্যারাকপুর পুলিস কমিশনারেট।
জগদ্দল থানা থেকে ভাটপাড়া থানা, ৬ কিলোমিটার ম্যারাথন দৌড়ের আয়োজন করল ব্যারাকপুর পুলিস কমিশনারেট। উদ্দেশ্য, সেফ ড্রাইভ সেভ লাইফ। পুলিসের তরফে মহিলা ও পুরুষ পুলিসকর্মীরা অংশ নেন ম্যারাথন দৌড়ে। পাশাপাশি মহিলা-পুরুষ নির্বিশেষে সাধারণ মানুষও এই দৌড়ে অংশগ্রহণ করেন। ব্যারাকপুর পুলিস কমিশনারেটের কমিশনার মনোজ ভার্মা জানান, এই সেফ ড্রাইভ সেভ লাইফের মাধ্যমে মানুষকে সচেতন করে ২৪ থেকে ২৫ শতাংশ কমানো গেছে দুর্ঘটনার হার।
শুধু প্রশাসনিক উদ্যোগই নয়, সচেতন থাকতে হবে নাগরিকদেরও। বিভিন্ন ট্রাফিক সিগন্যালে তার জন্য বাজানো হয় সচেতনতামূলক বার্তা। গতি নিয়ন্ত্রণে দেওয়া হয় সতর্কবার্তা। তবু সচেতন হয় কি মানুষ ? রেষারেষি করতে গিয়ে অকালে ঝরে কত প্রাণ। অথচ একটু সচেতন হলেই এড়ানো যায় দুর্ঘটনা। ব্যারাকপুর পুলিস কমিশনারেটের এই উদ্যোগে কতটা সচেতন হয় সাধারণ মানুষ, সেটাই দেখার।