ব্রেকিং নিউজ
Sayantika: পথ দুর্ঘটনার কবলে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়
HomestateSayantika: পথ দুর্ঘটনার কবলে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়
Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2021-12-09 11:51:00
পথ দুর্ঘটনার কবলে অভিনেত্রী তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদিকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের কনভয়। পশ্চিম বর্ধমানের কাঁকসার রাজবাঁধ-এ ১৯ নম্বর জাতীয় সড়কের উড়ালপুলে দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, হাতে গুরুতর আঘাত পেয়েছেন তৃণমূল নেত্রী। গাড়িটিরও ব্যাপক ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার ভোরে বাঁকুড়া থেকে কলকাতায় ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে। একটি ১২ চাকার ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে। গত প্রায় এক সপ্তাহ ধরে পুরভোট উপলক্ষ্যে বাঁকুড়ায় ছিলেন তৃণমূল নেত্রী। সেখানে জনসংযোগে ব্যস্ত ছিলেন তিনি। মানুষের বিভিন্ন অভাব-অভিযোগ শুনছিলেন। আর কলকাতায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। ঘাতক ট্রাকটিকে আটক করেছে কাঁকসা থানার পুলিশ।
দুর্ঘটনার পরই কলকাতা ফেরার সিদ্ধান্ত বদল করেছেন সায়ান্তিকা বন্দ্যোপাধ্যায়। সঙ্গীদের নিয়ে বাঁকুড়া ফিরে যাচ্ছেন তিনি। কলকাতায় কবে ফিরবেন, তা এখনও জানা যায়নি।