জয়গাঁও থেকে হাসিমারা এশিয়ান হাইওয়ে ৪৮ হয়ে বাড়ি ফেরার পথে হামলার শিকার এক দম্পতি। ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করা হয়েছে অন্তঃসত্ত্বা মহিলাকে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার হাসিমারা ফাঁড়ির অধীনে ভুটানগামী এশিয়ান হাইওয়েতে। ঘটনায় মৃত্যু হয়েছে মহিলা মজিদা বেগমের,অন্যদিকে চিকিৎসাধীন তার স্বামী এক্রামুল হক।
সূত্রের খবর, জয়গাঁওয়ে কিছু কেনাকেটা করার উদ্দেশ্যে এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন ওই দম্পত্তি । কোচবিহার জেলার ঘোকসাডাঙ্গা থানা এলাকার এই বাসিন্দা দম্পতি । পেশায় ঠিকাদার এক্রামুল কেনাকাটা করার পর রাতে সেখান থেকে নিজের গাড়িতে করে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে হাসিমারা ওভার ব্রিজের কাছে এশিয়ান হাইওয়েতে হামলার শিকার হন তারা।
আরও জানা গেছে, দুজনকেই ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে এবং মৃত মহিলার গলাতেও আঘাতের চিহ্ন রয়েছে। এরপরই ওই এলাকা দিয়ে যাবার সময় পথচারীরা দুজনকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিসকে বিষয়টি জানায়। এরপরই জয়গাঁও থানার পুলিস ও হাসিমারা ফাঁড়ির পুলিস ঘটনাস্থলে পৌঁছয়। পথচারী এবং স্থানীয়দের সহায়তায় দুজনকেই আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়। যেখানে চিকিৎসকরা মহিলাকে মৃত ঘোষণা করেন এবং তার স্বামীর অবস্থা আশঙ্কাজনক থাকায় কোচবিহার এমজেএন হাসপাতালে পাঠানো হয়।
মৃত মহিলা আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে পরিবার সূত্রের খবর। বৃহস্পতিবার স্বামীর সঙ্গে জয়ঁগা থেকে বাড়ি ফিরছিলেন তিনি। মৃতার আত্মীয়া জানান, হামলাকারীরা ছিনতাইয়ের উদ্দেশ্যে এই ঘটনা ঘটিয়েছে বলে তার ধারণা। কারণ মৃত মহিলার শরীরের সব গয়নাও উধাও ছিল। এছাড়া এক্রামুলের কাছে নগদ অর্থও ছিল । তার স্বামী আগে ভুটানে ঠিকাদার হিসেবে কাজ করতেন। পুলিসের প্রাথমিক অনুমান, লুঠপাটের উদ্দেশ্যে দম্পতির ওপর হামলা চালিয়ে থাকতে পারে দুষ্কৃতীরা। ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
তবে ঠিক কী কারণে এই ঘটনা ঘটল তা এখনও পরিষ্কার নয়। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে । শুধু কি ছিনতাইকারীর কবলে পড়ে এই ঘটনা, না এর পিছনে অন্য় কোনও কারণ রয়েছে,তা খতিয়ে দেখছে পুলিস। জেলা পুলিস সুপার ওয়াই রঘুবংশী জানান,ঘটনার তদন্ত চলছে।