শিকেয় করোনার বিধিনিষেধ। নেই কোনও সামাজিক দূরত্ব। নেই মুখে মাস্ক। এমনই ছবি ধরা পড়ল ফাঁসিদেওয়া ব্লকের দুয়ারে রেশনের লাইনে। যদিও সরকার থেকে নির্দেশ দেওয়া হয়েছিল, 'নো মাস্ক, নো রেশন', তবে সেসবই অতীত। বাস্তব এটাই যে সেই বার্তাকে তোয়াক্কা না করে গ্রাহকরা একে অপরের গা ঘেঁষে রেশন নিতে ভিড় করেছে। যে সমস্ত গ্রাহক মাস্ক না পরে এসেছেন, জিজ্ঞাসা করা হলে বিভিন্ন রকম অজুহাত তুলে ধরছেন তাঁরা।
করোনার বিধিনিষেধের কারণে দুয়ারে সরকার এক মাসের জন্য স্থগিৎ রাখা হলেও দুয়ারে রেশন প্রকল্প চালু রেখেছিল সরকার। কারণ সাধারণ মানুষের কাছে এই সময় রেশন সবচেয়ে বেশি জরুরি। এছাড়াও যেহেতু দুয়ারে দুয়ারে গিয়ে বিলি করা হবে, সেক্ষেত্রে জমায়েতের সম্ভাবনা নেই বলে জানিয়েছিলেন স্বাস্থ্যসচিব। তবে এক্ষেত্রে অন্য চিত্র কার্যত নাড়িয়ে দিল আরেকবার। যদি এইভাবে হুড়োহুড়ি করে একে অপরের কার্যত গায়ে উঠে রেশন নিতে ভিড় করে সবাই, তাহলে পরবর্তীতে রেশন দোকানগুলি থেকে করোনার সংক্রমণ আরও বাড়তে পারে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।