কর্মসংস্থানের দাবিতে কল্যাণীর এইমস (AIIMS)-এর সামনে সকাল থেকেই চরম বিশৃঙ্খলা। ঘটনাটি নদিয়া (nadia) জেলার কল্যাণী বিধানসভার অন্তর্গত কল্যাণী ব্লকের সগুনা গ্রাম পঞ্চায়েতের। জানা যায়, এই গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ বসন্তপুরে (basantapur) গড়ে ওঠা এইমস হাসপাতালের মূল ফটকের সামনে অবস্থান-বিক্ষোভ (agitation) শুরু করেন স্থানীয় বেকার শিক্ষিত যুবক-যুবতীরা।
বিক্ষোভকারীদের দাবি, বহিরাগতরা এসে এই হাসপাতালে (hospital) কাজ পাচ্ছে, কাজ (job) করছে। অথচ স্থানীয় যোগ্য যুবক-যুবতীরা আবেদন করেও কাজ পাচ্ছে না। বারবার সংশ্লিষ্ট প্রশাসনকে জানিয়েও কোনও লাভ না হওয়ায় অবশেষে কর্মসংস্থানের দাবিতে আজ সকাল থেকে তাঁরা অবস্থান-বিক্ষোভ শুরু করেন। আন্দোলন চলাকালীন ওই হাসপাতালে আসেন কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুভাষ সরকার (Subhas Sarkar)। তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানোর চেষ্টা করেন আন্দোলনকারীরা। সেই সময় ওই হাসপাতালের ভিতরে থাকা বিজেপির এক গোষ্ঠীর কর্মীরা বাইরে এসে আন্দোলনরত কর্মীদের সঙ্গে গন্ডগোলের পরিবেশ তৈরি করে। সেখানে খবর সংগ্রহ করতে গেলে সিএন-এর চিত্র সাংবাদিককেও হেনস্তার মুখে পড়তে হয়।
এই ঘটনায় একাধিক সংবাদ মাধ্যমের প্রতিনিধি আক্রান্ত। সংবাদমাধ্যমের ওপর আক্রমণকে ধিক্কার জানিয়েছেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার (Jagganath Sarkar) এবং বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ (Bankim Ghosh)। কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সামনেই ঘটে এই লজ্জাজনক ঘটনা, জানান তাঁরা।
বেলা বাড়তেই ঘটনাস্থলে পৌঁছন বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। তাঁকে ঘিরে বিক্ষোভে সামিল আন্দোলনকারীরা।