সোমবার সকালেই মর্মান্তিক দৃশ্য। ঘরে পড়ে দুটি নিথর দেহ, তছনছ করা রয়েছে গোটা ঘর। একটি মৃতদেহ স্পেশাল হোমগার্ডের, অন্যটি তাঁরই ছেলের।
সূত্র মারফত জানা যায়, মৃত হোমগার্ড কর্মীর নাম হেমন্ত হেমব্রম। তাঁর বাড়ি পুরুলিয়ার আড়শা থানার তানাসি গ্রামে। তিনি ও তাঁর স্ত্রী প্রাক্তন মাওকর্মী ছিলেন।
তবে বর্তমানে মুখ্যমন্ত্রীর আহ্বানে আত্মসমর্পণ করেন তাঁরা। এরপরই মাওবাদী পুনর্বাসনের মধ্য দিয়ে হোমগার্ডের চাকরিও পান হেমন্ত। তবে ছিল সাংসারিক অশান্তি। নিত্যদিনই সংসারে চলত কলহ। আর এর জেরেই আত্মঘাতী হোমগার্ড, প্রাথমিক তদন্তে এমনটাই মনে করা হচ্ছে।
সোমবার ভোর পাঁচটায় পারিবারিক অশান্তির জেরে নিজের ৬ বছরের সন্তানকে গলা টিপে খুন করে আত্মঘাতী হন তিনি। ঘটনার পর জেলার পুলিস সুপার এস সেলভা মুরুগান ঘটনাস্থলে পৌঁছন। ঘটনার পূর্ণ তদন্ত শুরু করেছে স্থানীয় টামনা থানার পুলিস। পারিবারিক অশান্তি, নাকি অন্য কোনও রহস্য, তা জানা সময়ের অপেক্ষা শুধু।