আসন্ন পুরভোটে জিততে মরিয়া শাসক-বিরোধী দুই যুযুধান শিবির। প্রচারে খামতি রাখছে না কোনও রাজনৈতিক দলই। দলীয় প্রার্থীর সমর্থনে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপির হেভিওয়েট রাজনৈতিক নেতারা প্রচারে শামিল। তেমনই বুধবার পঃ মেদিনীপুরের ক্ষীরপাইতে প্রচার সারলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।
চন্দ্রকোনা পৌরসভার অন্তর্গত বিভিন্ন ওয়ার্ডে এদিন প্রচার সারেন দিলীপ ঘোষ। একাধিক কর্মসূচি ছিল তাঁর। প্রথমে ঘাটালে চায়ে পে চর্চায় এদিন জনসংযোগ সারেন তিনি। এরপর বিভিন্ন ওয়ার্ডে প্রার্থীর সমর্থনে দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে প্রচার সারেন।
দিলীপ ঘোষ বলেন, একটা ভয়ের পরিবেশ সৃষ্টি করেছে শাসকদল। লোকে ভোট দিতে যেতে ভয় পায়। আসলে তৃণমূল হারবে, তাই ভয়ের পরিবেশ সৃষ্টি করছে বলে দাবি দিলীপ ঘোষের। পাশাপাশি, নির্বাচনের প্রস্তুতি চলছে, "আমাদের লোকেরা কাঁচা বাঁশ কেটে রেখেছে, প্রয়োজনে সেগুলোই ব্যবহার করব আমরা"। মন্তব্য বিজেপির সর্বভারতীয় সহ সভাপতির। তিনি আরও বলেন, কেন্দ্রীয় বাহিনী থাকলে নির্বিঘ্নে ভোটটা দিতে পারে মানুষ। কিন্তু সন্ত্রাসের ভয়ে মানুষ বাড়ি থেকে বেরোতেই পারে না।
এদিন দিলীপ ঘোষকে কাছে পেয়ে বেশ উৎসাহিত দলীয় কর্মীরা।