ব্রেকিং নিউজ
Omicron: এবার রাজ্যে ঢুকে পড়ল ওমিক্রন, ধরা পড়ল শিশুর শরীরে
HomestateOmicron: এবার রাজ্যে ঢুকে পড়ল ওমিক্রন, ধরা পড়ল শিশুর শরীরে
Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2021-12-15 17:11:52
রাজ্যে প্রথম ওমিক্রন আক্রান্তের হদিশ মিলল মুর্শিদাবাদে। জেলা স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, মুর্শিদাবাদের ফরাক্কার বেনিয়াগ্রামের সাত বছরের এক শিশুর শরীরে ওমিক্রন ধরা পড়েছে। গত ১০ তারিখ মধ্যরাতে আরব থেকে হায়দরাবাদ। সেখান থেকে কলকাতা বিমানবন্দরে নামে পরিবারের লোকজন। নিজেদের প্রাইভেট গাড়িতে করে ফরাক্কায় আসে তারা। তারপর ১১ তারিখ ট্রেনে করে মালদার কালিয়াচকে মামার বাড়ি পৌঁছয় ফরাক্কার বেনিয়াগ্রাম এলাকার ওই শিশু।
আবু ধাবি থেকে বিমানে হায়দরাবাদে নেমেছিল শিশুটির পরিবার। সেখানেই আরটি পিসিআর পরীক্ষার জন্য লালারস সংগ্রহ করা হয়। যেহেতু বিদেশ থেকে এসছে, তাই জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয় লালারস। বুধবার আসে সেই রিপোর্ট। রিপোর্টে জানা যায়, শিশুটি ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত।
ওই শিশুটির বাড়ির লোক জানান,শিশুটির পরিবার কালিয়াচকে রয়েছে। ফরাক্কার বাড়িতে তারা আসেনি। কালিয়াচকে ১৪ দিন থাকার সিদ্ধান্ত নিয়েছিল। তারপর ফরাক্কা আসার কথা। বিদেশ থেকে ফিরে ভারতের মোবাইল সিম নিয়েছে কি না, তিনি জানেন না। তাঁদের সঙ্গে যোগাযোগ হয়নি।
ইতিমধ্যেই স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে জেলা ও ব্লক স্বাস্থ্য দফতরকে। যদিও ফরাক্কার বিএমওএইচ মসিউর রহমান জানান, ওমিক্রন আক্ৰান্ত ওই শিশু ফরাক্কায় নিজের বাড়িতে আসেনি। বর্তমানে মা ও শিশু মালদার কালিয়াচকে রয়েছেন। তাঁরা সমস্ত প্রোটকল মেনে প্রস্তুত ছিলেন। যদি তাঁরা আসতেন, তাহলে ব্যবস্থা নেওয়া হত।
উল্লেখ্য, করোনার দাপটের পাশাপাশি আতঙ্ক ছড়াচ্ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। ইতিমধ্যে গোটা দেশে ওমিক্রন আক্রান্ত হয়েছে ৬৯ জন। এবার রাজ্যেও মিলল নতুন ভ্যারিয়েন্টে আক্রান্তের সন্ধান।