ব্রেকিং নিউজ
Leprosy Treatment: অস্ত্রোপচার করে কুষ্ঠ রোগীদের স্বাভাবিক জীবনে
HomestateLeprosy Treatment: অস্ত্রোপচার করে কুষ্ঠ রোগীদের স্বাভাবিক জীবনে
Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2021-11-30 19:10:14
কুষ্ঠ রোগীদের স্বাভাবিক জীবনে ফেরাতে উত্তর দিনাজপুর জেলায় প্রথম জটিল অস্ত্রোপচার শুরু। ইসলামপুর মহকুমা হাসপাতালে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার মোট ২৭ জন কুষ্ঠ রোগীকে অস্ত্রোপচার করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা হবে। কলকাতা মেডিক্য়াল কলেজের ৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক ও ইসলামপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের যৌথ উদ্যোগে এই জটিল অস্ত্রোপচারের আয়োজন হচ্ছে। মঙ্গলবার থেকে শুরু হল এই শিবির। তিনদিন ধরে চলবে এই অস্ত্রোপচার শিবির।
কুষ্ঠ রোগ হল মাইকোব্যাক্টেরিয়াম লেপ্রি বা মাইকোব্যাক্টেরিয়াম লেপ্রোমাটোসিস ব্যাকটেরিয়া দ্বারা দীর্ঘমেয়াদী সংক্রমণ। এই সংক্রমণটি স্নায়ু, শ্বাসপ্রশ্বাসের নালি, ত্বক এবং চোখের ক্ষতি করতে পারে।
সাধারণত কুষ্ঠ রোগ হলে শরীরের ত্বকে লালচে দাগের পাশাপাশি কিছু কিছু জায়গায় মসৃণ সাদাটে দাগ দেখা যায়। আক্রান্ত স্থান অসাড় হয়ে যায়। সেই জায়গায় কোনও অনুভূতি থাকে না। অনেক ক্ষেত্রেই স্পর্শ, ব্যথা ও তাপমাত্রার অনুভূতি হ্রাস পায়। বিশেষ করে স্নায়ু ক্ষতিগ্রস্ত হলে হাত ও পায়ের আঙুল হারানোর আশঙ্কা থাকে।
রাজ্যের অন্যান্য জেলায় কুষ্ঠ রোগীদের অস্ত্রোপচারের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা হলেও উত্তর দিনাজপুর জেলায় এই ধরনের শিবির আগে অনুষ্ঠিত হয়নি। এবার ইসলামপুর মহকুমা হাসপাতালে এই অস্ত্রোপচার শিবির অনুষ্ঠিত হল। উত্তরবঙ্গের তিন জেলার দুই দিনাজপুর ও মালদহে ২৭ জন কুষ্ঠ রোগীকে এই শিবিরে আনা হয়েছে। চিকিৎসক প্রবীর যশের নেতৃত্বে ৯ জন চিকিৎসককে দিয়ে আয়োজিত হল ওই অস্ত্রোপচার।
কলকাতা মেডিক্যাল কলেজের প্লাস্টিক সার্জেন প্রবীর যশ জানিয়েছেন, ইসলামপুর মহকুমা হাসপাতালে অস্ত্রোপচার শিবিরে যে সমস্ত কুষ্ঠ রোগীকে অস্ত্রোপচারের জন্য আনা হয়েছে, দীর্ঘ দুইমাস ধরে তাদের মেডিক্যাল কলেজের বিশেষজ্ঞ চিকিৎসকরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেন। সেই পরীক্ষার পর তাঁদের অস্ত্রোপাচারের জন্য বেছে নেওয়া হয়েছে। দীর্ঘ দিন অসহায় অবস্থায় থাকার পর স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন, এই আশায় বুক বেঁধেছেন শিবিরে আসা কুষ্ঠ রোগীরা।