Share this link via
Or copy link
দুই প্রতিবেশীর বিবাদ। সেই বিবাদকে কেন্দ্র করে থানায় অভিযোগ দায়ের। অভিযোগ প্রত্যাহার করার জন্য পেশায় অটোচালক এক প্রতিবেশীকে প্রাণনাশের হুমকি। এমনকী এলাকাছাড়া করে দেওয়ার হুমকির অভিযোগ উঠল পুরাতন মালদহ পুরসভার পুরপ্রশাসক বৈশিষ্ট্য ত্রিবেদীর ছেলের বিরুদ্ধে। রাজেশ দাস নামে ওই টোটোচালক আতঙ্কে সস্ত্রীক জেলার পুলিস সুপারের দ্বারস্থ হয়েছেন। পুরাতন মালদহ এলাকার এই ঘটনায় এলাকায় ছড়ায় চাঞ্চল্য।
তবে অভিযোগ অস্বীকার বৈশিষ্ট্য ত্রিবেদীর। প্রসঙ্গত, পুরাতন মালদহ এলাকার বাসিন্দা রাজেশ দাস পেশায় টোটোচালক। তাঁর স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করে এক প্রতিবেশী যুবক। তা নিয়ে তাদের মধ্যে বাধে বচসা। মালদহ থানায় তিনি অভিযোগ দায়ের করেন। এরপর থেকেই অভিযোগ প্রত্যাহার করার জন্য তাকে চাপ দিচ্ছে পুরাতন মালদহ পুরসভার পুর প্রশাসক বৈশিষ্ট্য ত্রিবেদীর ছেলে অমিত ত্রিবেদী ও তার দলবল। তাকে এলাকা থেকে উৎখাত করে দেওয়ারও হুমকি দেওয়া হয়েছে। একই অভিযোগ করেন ওই টোটোচালকের স্ত্রী। থানা কোনও ব্যবস্থা না নেওয়ায় আতঙ্কে এবার তাঁরা জেলার পুলিস সুপারের দ্বারস্থ হয়েছেন।
এই ঘটনাকে ভিত্তিহীন মিথ্যা অভিযোগ বলে দাবি বৈশিষ্ট্য ত্রিবেদীর। তাঁর ছেলের বিরুদ্ধে ওঠা অভিযোগে পুলিসি তদন্তের দাবি পুরাতন মালদহ পুরসভার পুরপ্রশাসকের। তবে এই ঘটনায় চরম অস্বস্তিতে জেলা তৃণমূল নেতৃত্ব। আইন আইনের পথে চলবে, সাফ জানাল জেলা তৃণমূল নেতৃত্ব। জেলা তৃণমূলের মুখপাত্র শুভময় বসু বলেন, আইন আইনের পথে চলবে। এক্ষেত্রে দল কোনও অন্তরায় হবে না। তবে গোটা ঘটনায় সরব বিজেপি। এক্ষেত্রে পুলিসকে সক্রিয় ভূমিকা নিতে হবে এবং অভিযুক্তের শাস্তি দিতে হবে, এই দাবিতে সোচ্চার জেলা বিজেপির সভাপতি গোবিন্দচন্দ্র মণ্ডল।
এখন দেখার, পুলিস এই ঘটনার যথাযথ তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেয় কি না।