অপপ্রচার এবং গুজব আটকাতে হাওড়া জেলাজুড়ে বন্ধ করা হল ইন্টারনেট পরিষেবা। আগামি ১৩ জুন পর্যন্ত এই বিধি কার্যকর থাকবে। সমস্ত যোগাযোগ এবং প্রচারমাধ্যম বন্ধেরও নির্দেশ দেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। এদিকে, উত্তপ্ত কলকাতা-সহ গোটা বাংলা। এখুনি মিলিটারি বা আধা সামরিক বাহিনী নামানো হোক রাজ্যে। হিংসা পরিস্থিতি সামলাতে ব্যর্থ রাজ্য পুলিশ। এই অভিযোগ তুলে এবং এনআইএ তদন্তের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা। শুক্রবার কোর্ট বন্ধ হয়ে যাওয়ার পর সন্ধ্যা ৭.৪৫ দায়ের করা এই মামলার আবেদন গ্রহণ করলেন হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। জরুরিভিত্তিতে শুনানির আবেদন জানিয়েছেন তিনি।
এই আবেদন করেন আইনজীবী সুস্মিতা সাহা দত্ত। প্রয়োজনে শনিবার অথবা রবিবার বসুক বিশেষ আদালত। এই আর্জি জানান সেই আইনজীবী। এদিকে, হাওড়া-খড়গপুর শাখার একাধিক লাইনে রেল অবরোধের জেরে বাতিল একাধিক ট্রেন। প্রায় আধ ডজন এক্সপ্রেস এবং ১৫ জোড়া লোকাল ট্রেন বাতিল করেছে দক্ষিণ-পূর্ব রেল।
দেখুন বাতিল কোন কোন ট্রেন: ১) হাওড়া-দিঘা-হাওড়া সামার স্পেশাল এক্সপ্রেস
২) হাওড়া-ভদ্রক বাঘাযতীন প্যাসেঞ্জার
৩) হাওড়া-আদ্রা শিরোমনি প্যাসেঞ্জার
৪) হাওড়া- টাটা স্টিল এক্সপ্রেস
৫) হওড়া-পুরুলিয়া এক্সপ্রেস
৬) হাওড়া-দিঘা-হাওড়া সামার স্পেশাল
পাশাপাশি মেদিনীপুর ও খড়্গপুর রুটে আপ-ডাউন মিলিয়ে প্রায় ১৫ জোড়া লোকাল বাতিল হয়েছে।