০৫ অক্টোবর, ২০২৩

Rakhi Purnima: ১১ অগাস্ট রাখি পূর্ণিমা উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা নবান্নের
CN Webdesk      শেষ আপডেট: ০৫ অক্টোবর, ২০২৩   Share:   

২০১১ সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর এই প্রথম রাখি পূর্ণিমায় ছুটি ঘোষণা মমতা সরকারের (Mamata Government)। শুক্রবার নবান্নের (Nabanna) তরফে বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই জানানো হয়েছে। ১১ অগস্ট বৃহস্পতিবার ‘রাখি বন্ধন’ (Rakhi Bandhan) উৎসবের দিন সব সরকারি প্রতিষ্ঠান-সহ সরকার পোষিত, অনূদিত এবং স্বশাসিত প্রতিষ্ঠানে ছুটি থাকবে। এই ছুটি কার্যকর শিক্ষা প্রতিষ্ঠানেও।


শুক্রবার অর্থ দফতরের অতিরিক্ত মুখ্যসচিব মনোজ পন্থ বিজ্ঞপ্তি দিয়ে জানায়, আগামী বৃহস্পতিবার রাখির দিন রাজ্য সরকারের অফিস, পুরসভা, শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি থাকবে। এ ছাড়া ওই দিন ছুটি রাখা হবে সরকার পোষিত অফিসেও। রাখিতে ছুটি ঘোষণার ফলে আগামী সপ্তাহে দু’দিন ছুটি পাবেন সরকারি কর্মচারীরা। নবান্ন সূত্রে খবর, মঙ্গলবার মহরম উপলক্ষে এবং বৃহস্পতিবার রাখি উপলক্ষে ছুটি ঘোষণা করা হয়েছে।


Follow us on :